গোরু পাচার তদন্তে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলার সভাপতি অনুব্রতর (Anubrata Mondal) সম্পত্তির বহর উত্তর প্রদেশেও। বিজেপি শাসিত রাজ্যে বেশ গুছিয়ে নিয়েছেন মমতার প্রিয় কেষ্ট। ইডি তদন্তে উঠে এসেছে উত্তরপ্রদেশে অনুব্রতর নামে জমি রয়েছে। ঝাড়খণ্ডে রয়েছে ফ্ল্যাট ও বাংলো। অনুব্রত মণ্ডলের নামে অন্য রাজ্যে থাকা সম্পত্তির খোঁজ শুরু করেছে (ED) ইডি।
অনুব্রতর নামে বেনামে থাকা সম্পত্তির নথি সংগ্রহের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলির বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিহার, ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশ এই তিন রাজ্যেই নজর ইডির।
ঝাড়খণ্ডের পাথর খাদান মালিকদের ম্যানেজ করে তাদের ব্যবসায় টাকা ঢালত অনুব্রত। বীরভূমের এক দুধ ব্য়বসায়ীর মাধ্যমে উত্তরপ্রদেশে জমি কেনে অনুব্রত মণ্ডল। হাওয়ালার মাধ্যমো বড় অংশের নগদ টাকা উত্তরপ্রদেশে লগ্নি করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
এদিকে তদন্তে আরও উঠে এসেছে গোরু পাচারের পাশাপাশি বিপুল টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগেও জড়িত তৃ়ণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (কেষ্ট)। অনুব্রত মণ্ডলের সুপারিশে কতজন স্কুল ও বিভিন্ন সরকারি দফতরে চাকরি পেয়েছেন সেটা নিয়ে তদন্ত শুরু করেছে ইডি (ED)।
ইডি সূত্রে খবর, মেধাতালিকায় নাম নেই অথচ চাকরি পেয়েছেন এমন তালিকা হাতে পেয়েছে ইডি। জেলা ভিত্তিক সেই তালিকা নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রত্যেক জেলা থেকেই প্রার্থীদের নামের তালিকা হাতে এসেছে। সেই তালিকায় রয়েছে বীরভূমের নাম। সেই সমস্ত নামের তালিকা ধরেই শুরু হয়েছে তদন্ত। ইডি সূত্রে খবর,বীরভূম জেলায় অনুব্রত মণ্ডলের সম্মতি নিয়েই সরকারি চাকরির নিয়োগ তালিকা তৈরি করা হয়েছিল।