কেষ্টদা আর কি ফিরবে? বীরভূমের তৃণমূল নেতারা চিন্তিত

টানা দু সপ্তাহ হেফাজতে নিয়ে অনুব্রতকে জেরা করবে ইডি। দিল্লিতে তৈরি হয়ে আছে বিশেষ অফিসার। ঘণ্টার পর ঘণ্টা হহে জেরা। ইডি হেফাজত থেকে তিহার জেলে ঢোকানোর প্রবল সম্ভাবনা।

আইনি জটিলতা কেটেছে। গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৈরি ইডি। তাকে আসানসোল জেল থেকে বের করে কলকাতা আনা হবে। তারপর বিশেষ উদ্যোগে  অনুব্রতকে নিয়ে দিল্লি যাবে ইডি।  অনেকেই বলছেন আর কি কেষ্ট দা ফিরবেন জেলায়? ওকে না তিহার জেলে ঢুকিয়ে দেয়।

জানা গেছে অনুব্রতকে কলকাতায় এনে চিকিৎসকরা পরীক্ষা করবেন। তারা ফিট সার্টিফিকেট দিলেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে ইডি।

   

পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অনুব্রত মণ্ডল। তিনি আগেই অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন। আর মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন অনুব্রত বীরভূমের বাঘ।

গোরু পাচার মামলার তদন্তে বিপুল কালো টাকার লেনদেন অভিযুক্ত অনুব্রত মণ্ডল। বিএসএফের কয়েকজন অফিসারের মদতে বাংলাদেশে গোরু পাচার হতো বলে অভিযোগ। তদন্তে নেমে ইডি অনুব্রতকে আরও ম্যারাথন জেরা করতে চায় ইডি। এই মামলায় আগেই দিল্লিতে জেরার পর তিহার জেলে বন্দি আছে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন