Anubrata Mondal: ‘সিবিআই গুহায়’ এখনই যেতে পারছেন না জানালেন তৃণমূলের কেষ্টদা

anubrata mondal

সিবিআই ডেকেছে ফের, তবে যাওয়ার এখনই কোনও ইচ্ছে নেই। বোলপুর থেকে কলকাতা গিয়ে হাজিরা দিতে যাচ্ছেন না একথা জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। মঙ্গলবার ও শুক্রবার তাঁকে পরপর হাজিরা দিতে বলেছিল সিবিআই। সিবিআই কলকাতা আঞ্চলিক কার্যালয়কে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা সিবিআই গুহা বলে মনে করেন।

Advertisements

মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। দুপুর ১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে তারে তলব করা হয়েছে। কিন্তু এবারেও হাজিরা এড়িয়ে গেলেন তিনি।

   

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, শুক্রবার গোরু পাচার মামলাতেও সিবিআইয়ের হাজিরা দেবেন না তিনি। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন৷

Advertisements

উল্লেখ্য, গত সপ্তাহেই গোরু পাচার মামলায় নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে নিজে থেকে হাজিরা দেন অনুব্রত মণ্ডল৷ সেবার সিবিআই আধিকারিকদের জানিয়ে দেন, রুটিন চেক আপের জন্য এসএসকেএম হাসপাতালে যেতে হবে তাঁকে। সেদিন প্রায় ৩ ঘন্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর এসএসকেএম যান অনুব্রত মণ্ডল। এরপর সেখান থেকে চিনার পার্কে নিজের বাড়িতে যান। পরদিন বোলপুরে ফিরে গিয়েছেন তিনি।

বোলপুরে ফেরার পরেই গোরু পাচার মামলায় তলব করা হয় অনুব্রতকে। একইসঙ্গে ভোট পরবর্তী হিংসা মামলায় তাকে সিবিআই ডেকেছে।