সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দুর্নীতি দমন শাখার! মিলল টাকার পাহাড়, তাল তাল সোনা!

এগরা: পূর্ব মেদিনীপুরের এগরায় হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল দুর্নীতি দমন শাখা (এসিবি)৷ এদিন সকালে পুরসভার এক প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়ে নগদ ৭…

Anti Corruption Branch raid

এগরা: পূর্ব মেদিনীপুরের এগরায় হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল দুর্নীতি দমন শাখা (এসিবি)৷ এদিন সকালে পুরসভার এক প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়ে নগদ ৭ কোটি টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে তাঁর বাড়ি থেকে তাল তাল সোনা উদ্ধার করা হয়৷ এগরার পাশাপাশি ওই ইঞ্জিনিয়ারের  কলকাতার ঠিকানাতেও তল্লাশি চলানো হয়। সেখান থেকেই এই টাকা উদ্ধার হয় বলে খবর। (Anti-Corruption Branch raid)

দুর্নীতি নিয়েসরব মুখ্যমন্ত্রী Anti-Corruption Branch raid

বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির প্রশ্ন সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছিলেন, সরকারি প্রকল্প মানুষের জন্য৷ তাই কোনও ভাবেই মানুষ যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয়৷ সরকারি প্রকল্পে তিনি যে কোনও রকম দুর্নীতি সহ্য করবেন না, সে কথাও স্পষ্ট করে দিয়েছিলেন৷ ওই বৈঠকে সরকারের জলস্বপ্ন প্রকল্প নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে৷ প্রশ্ন ওঠে ঠিকাদার, ইঞ্জিনিয়ারদের একাংশের ভূমিকা নিয়ে৷ এই অভিযোগ শোনার পরই পুলিশকে পদক্ষেপ করার কথা বলেছিলেন তিনি। এই আবহে এগরায় পুলিশি হানা সকলের নজর কেড়েছে৷

   

এগরা ও কলকাতায় তল্লাশি Anti Corruption Branch raid

পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে কসবা­-এগরা এলাকায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি এগরা ব্যাঙ্কেও হানা দেয় দুর্নীতি দমন শাখা। সমান্তরাল ভাবে তল্লাশি চালানো হয় চন্দনের কলকাতার ফ্ল্যাটে৷ অভিযোগ, এগরা পুরসভায় কর্মরত থাকার সময়ই ওই ইঞ্জিনিয়রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। যার জেরে তাঁকে এগরা থেকে তাঁকে ধূপগুড়ি পুরসভায় বদলি করা হয়। আগামী ফেব্রুয়ারি মাসেই অবসর নেওয়ার কথা তাঁর। আপাতত তিনি ছুটিতেই রয়েছেন৷ তারই মাঝে হানা দিল পুলিশ৷

 

West Bengal: Anti-Corruption Branch seizes ₹7 crore and gold from a former engineer’s house in East Midnapore. Raid highlights corruption in government projects. CM Mamata Banerjee emphasizes zero tolerance for corruption.