দিদিমণি আর আসবেন না। বন্ধ স্কুলের সামনে ছোট ছোট পড়ুয়ারা হতাশ। স্কুলের গেটে তালা পড়েছে। সরকারি এই বিদ্যালয়টি একজন শিক্ষিকা নিয়ে চলছিল। তিনি অবসর নিতেই পড়াশোনা বন্ধ। ঘটনা পূর্ব বর্তমানের কালনা শ্বাসপুরের।
শ্বাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্রটি এ রাজ্যে তৃণমূল সরকারের জমানায় আরো একটি বিদ্যালয় বন্ধ। সরকারি বিদ্যালয়গুলি পরপর বন্ধ হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া বহু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় কালনার এই স্কুলের নাম উঠেছে।
এই স্কুলের একমাত্র শিক্ষিকা শোভা দাস সাহা গত শুক্রবার বয়সজনিত কারণে অবসর নেন। শনিবার থেকে বন্ধ শ্বাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্রটি। কয়েকজন পড়ুয়া শনিবার বিদ্যালয়ে এসেও তারা ফিরে যায়। অভিভাবকদের দাবি শীঘ্রই এই স্কুলে শিক্ষক নিয়োগ করে পুনরায় চালু হোক।
জানা গেছে এই স্কুলটি চালু হওয়ার সময় তিনজন শিক্ষক -শিক্ষিকা ছিলেন। সর্বশেষ শিক্ষিকা শোভা দাস অবসর নেওয়ার আগে কেন নতুন শিক্ষক শিক্ষিকা পাঠানো হয়নি এ নিয়ে বিতর্ক এলাকায়।