Sunday, December 7, 2025
HomeWest BengalAnis Murder: সিটের ওপর ভরসা নেই আনিসের পরিবারের

Anis Murder: সিটের ওপর ভরসা নেই আনিসের পরিবারের

- Advertisement -

যত সময় এগোচ্ছে ছাত্রনেতা আনিস খানের হত্যা রহস্যে নতুন নতুন মোড় সামনে আসছে। আনিসের হত্যার তদন্তে একটি সিট গঠন করা হয়েছে। এবার আমতা থানার ওসি সহ ৪ জনকে তলব করেছে সিট।

অন্যদিকে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে আনিসের পরিবার। আনিসের বাবা জানিয়েছেন, সিটের ওপর ভরসা নেই, সেজন্য সিবিআইকে দিয়েই ছেলের খুনের তদন্ত করাতে হবে। এর পাশাপাশি ধৃত দুই পুলিশকর্মী নির্দোষ বলে দাবি করেছে আনিসের পরিবার। আরও অনেকে এসেছিল বলে জানিয়েছে মৃতের পরিবার বৃহস্পতিবারই আনিস কাণ্ডে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার শুনানি রয়েছে হাই কোর্টে।

   

 

প্রসঙ্গত, বুধবার আনিস হত্যা মামলায় আমতা থানার দুজন পুলিশকর্মীকে হেফাজতে নেওয়া হয়। গ্রেফতার করা হয় হোমগার্ড হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। এবার তাঁরা বিস্ফোরক মন্তব্য করলেন।

তাঁদের বক্তব্য, ‘আমতা থানার ওসির নির্দেশেই আমরা আনিসের বাড়িতে গিয়েছিলাম। আমরা কিছু করিনি, আমাদের বলির পাঁঠা করা হয়েছে। আমাদের গ্রেফতার করে আনিসের হত্যাকান্ডে জল ঢালা হচ্ছে। ’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular