Rampurhat : আমি নির্দোষ, ফের একই বুলি আনারুলের মুখে

রামপুরহাটের (Rampurhat) বগটুই গণহত্যা কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা  আনারুলকে। তাঁকে আটক করার পর থেকেই তিনি বার বার একই কথা বলতেন। ‘আমি নির্দোষ, আমায় ফাঁসানো হচ্ছে’। আজ আদালতে পেশের সময় ফের একবার এমনই দাবি করলেন আনারুল।

Advertisements

আনারুলেই পলিগ্রাফ টেস্ট করানোর দাবিতে সিবিআইয়ের আবেদনের শুনানি ছিল। বেলা ১২.৩০ মিনিট নাগাদ তাঁকে রামপুরহাট আদালতে পেশ করে পুলিশ। তখন আনারুল সাংবাদিককের বলেন, ‘আমি নির্দোষ। আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে।’ এর আগেও একই দাবি করেছিলেন আনারুল।

Advertisements

২২ মার্চ বীরভূমের রামপুরহাট এর বগটুই গণহত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিবিআইয়ের দাবি, বগটুইকাণ্ডে তথ্য গোপন করছেন আনারুল। তাঁর সব দাবি সত্যি কি না তা জানতে পলিগ্রাফ টেস্ট করানোর প্রয়োজন। কিন্তু তা করাতে আদালতের অনুমতি আবশ্যিক