ফের মহিলাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে উত্তপ্ত মেদিনীপুর

আরজি কর কাণ্ডের পর জয়নগর৷ খুন ও ধর্ষণ কাণ্ডের জেরে দিকে দিকে চলছে প্রতিবাদের ঢেউ৷ এখনও প্রায় জুনিয়ার চিকিৎসকেরা পথেই বসে রয়েছেন৷ তিলোত্তমার বিচার চেয়ে ধর্মতলায় চলছে অনশন৷ এরই মাঝে ফেরএক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এসে ধর্ষণ করে খুনের অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে (purba Medinipur)৷

Advertisements

মহিলাকে ধর্ষণ করে তাঁর মুখে জোর করে কীটনাশক ঢুকিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা পটাশপুর চত্বর৷ অভিযুক্তকে ধরে গণপিটুনি গ্রামবাসীদের।

কয়েকদিন আগেই জয়নগরে এক চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণ করে খুন করা হয়৷ যার জেরে দিনভর উত্তপ্ত হয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। থানায় আগুন জ্বালিয়ে দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই ক্ষোভের মুখে পড়ে পুলিশ৷ সেই ঘটনার আঁচ গোটা বাংলায় ছড়িয়ে পড়ে।

Advertisements

কিন্তু সেই রাতেই ফের এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর ওপর প্রতিবেশী যুবকের দীর্ঘদিন ধরেই নজর ছিল৷ বহুবার ওইঅ মহিলাকে কুপ্রস্তাব দেন ওই অভিযুক্ত৷
ওই গৃহবধূ সেই প্রস্তাবে রাজি না হাওয়ায় তাঁকে ধর্ষণ করেন ওই অভিযুক্ত৷ আর এই সময়ে বাড়িতেও ছিলেন না নির্যাচতিতার স্বামী৷ তাই সেই সুযোগে বা়ড়িতে এসে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, ধর্ষণে বাধা পাওয়ায় মহিলাকে মারধর করা হয়। তারপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শেষে কীটনাশক খাইয়ে তাঁকে খুন করা হয় বলে স্বানীয় সূত্রে খবর৷