Howrah: আতঙ্কের ছেঁড়া তার, এবার বিদ্যুতের ছোবলে মৃত বৃদ্ধা

ফের ছেঁড়া তারের স্পর্শে মৃত্যুর ঘটনা। মৃতের নাম আম্মাজান বিবি। উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরের বাসিন্দা। বিদ্যুৎতের ছোবলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। Advertisements এর আগে একইভাবে এমন…

ফের ছেঁড়া তারের স্পর্শে মৃত্যুর ঘটনা। মৃতের নাম আম্মাজান বিবি। উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরের বাসিন্দা। বিদ্যুৎতের ছোবলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Advertisements

এর আগে একইভাবে এমন মৃত্যু হয়েছে কলকাতা ও হাওড়াতেই। বিদ্যুৎ বন্টন সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতার পরিবার।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুতস্পৃষ্ট হন ৮০ বছরের ওই মহিলা। বাড়ি থেকে কিছু দূরে তাঁর দেহ উদ্ধার হয়।
ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। তার কেটে বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পুলিশ মৃত বলে ঘোষণা করে।

দিন দশেক আগে উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুরে কারখানা থেকে বাড়ি ফেরার পথে, সাইকেলের চাকায় ছেঁড়া তার জড়িয়ে হয়ে মৃত্যু হয় এক যুবকের। ঠিক তারপরেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ বিদ্যুৎ বন্টনের কাজে যারা দায়িত্বে রয়েছেন, তাদের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।