ভোটের আগে মাস্টারস্ট্রোক! ৩টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা

Amrit Bharat Express West Bengal

কলকাতা: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলার রেলযাত্রীদের জন্য দারুণ খুশির খবর শোনাল রেল মন্ত্রক। হাওড়া-কামাখ্যা রুটে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালুর প্রস্তুতির মাঝেই এবার পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতগামী আরও ৩টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) পেতে চলেছে রাজ্য। মূলত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সংযোগ আরও মজবুত করতে এই ট্রেনগুলি চালানো হবে। এর ফলে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতগামী লক্ষ লক্ষ বাঙালি পর্যটক ও রোগীদের যাতায়াতে আমূল পরিবর্তন আসবে।

১. সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস

নতুন এই তালিকার প্রথম ট্রেনটি চলবে হাওড়া সংলগ্ন সাঁতরাগাছি এবং চেন্নাইয়ের নিকটবর্তী তাম্বরম স্টেশনের মধ্যে।

   

সাঁতরাগাছি থেকে যাত্রা: ট্রেনটি প্রতি সপ্তাহের শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। সেটি গন্তব্যে অর্থাৎ তাম্বরমে পৌঁছবে সোমবার সকাল ১০টায়।

তাম্বরম থেকে ফিরতি যাত্রা: ফিরতি পথে ট্রেনটি তাম্বরম থেকে প্রতি শুক্রবার দুপুর ৩টে ৩০ মিনিটে ছাড়বে এবং সাঁতরাগাছি এসে পৌঁছবে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে।

কোচ বিন্যাস: অত্যাধুনিক এই ট্রেনটি ২২টি কোচ নিয়ে ছুটবে। এর মধ্যে সাধারণ ও স্লিপার ক্লাস, উভয় ধরনের যাত্রীদের জন্যই আরামদায়ক ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে।

বাকি রুটগুলি নিয়ে জল্পনা Amrit Bharat Express West Bengal

রেল সূত্রে খবর, সাঁতরাগাছি-তাম্বরম রুটটি নিশ্চিত হওয়ার পাশাপাশি আরও দুটি ট্রেন চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই দক্ষিণ ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরকে যুক্ত করে বাকি ট্রেনগুলির সময়সূচি ও রুট ম্যাপ প্রকাশ করবে রেল। ধারণা করা হচ্ছে, এর ফলে বিশেষ করে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাওয়া বাঙালিদের জন্য ‘মেডিক্যাল করিডোর’ হিসেবে এই ট্রেনগুলি কাজ করবে।

কেন এই ট্রেন বিশেষ?

অরেঞ্জ-গ্রে কালারের এই অমৃত ভারত এক্সপ্রেস মূলত পুশ-পুল প্রযুক্তিতে চলে, যা দ্রুত গতিতে ট্রেন চালাতে সাহায্য করে। বন্দে ভারতের মতো লাক্সারি না হলেও, সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে স্লিপার এবং জেনারেল ক্লাসে আরামদায়ক ভ্রমণের জন্য এটি এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন।

Bharat: Meta Description (248 Characters): Indian Railways announces 3 new Amrit Bharat Express trains for West Bengal, connecting Santragachi to Tambaram. This medical corridor to South India will benefit thousands of patients along with the new Howrah-Kamakhya Vande Bharat Sleeper.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন