HomeBharatAmit Shah: 'PoK আমাদের, নিয়েই ছাড়বো', বাংলায় হুঙ্কার অমিত শাহের

Amit Shah: ‘PoK আমাদের, নিয়েই ছাড়বো’, বাংলায় হুঙ্কার অমিত শাহের

- Advertisement -

লোকসভা ভোটের মুখে বাংলায় এসে বিরাট দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ‘পাক অধিকৃত কাশ্মীর (PoK) আমাদের, নিয়েই ছাড়বো,’ রীতিমতো আজ বুধবার এমনই হুঙ্কার ছাড়লেন শাহ।

ইতিমধ্যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। হাজার হাজার মানুষ পাক সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। চলছে বিক্ষোভ, মিছিল। দফায় দফায় খণ্ডযুদ্ধ হচ্ছে সেখানকার পুলিশ, সেনার সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ। এরই মাঝে আজ হাওড়ায় এক নির্বাচনী প্রচার সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে জানালেন যে বিজেপি সরকার পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পাকিস্তান তাদের বাধা দেবে না।

   

অমিত শাহ বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীর কি আমাদের নয়? মণিশঙ্কর আইয়ার এবং ফারুক আবদুল্লা আমাদের ভয় দেখিয়ে বলতেন যে পাকিস্তানের একটি পরমাণু বোমা রয়েছে, তাই আমাদের পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা বলা উচিত নয়। রাহুল বাবা, মমতা দিদি, আপনারা যতই ভয় পান না কেন, পাক অধিকৃত কাশ্মীর আমাদের, আমরা তা ফিরিয়ে নেবোই।’ কাশ্মীরের ভারতীয় অংশ এবং পাকিস্তান-অধিকৃত জম্মু কাশ্মীরের মধ্যে পার্থক্যের বিপরীতে অমিত শাহ বলেন, “আগে লোকেরা কাশ্মীরের আমাদের অংশে বিক্ষোভ করত। এখন প্রধানমন্ত্রী মোদীর প্রভাবে কাশ্মীরের ভারতীয় অংশে কোনো বনধ পালিত হয় না, হয় পাক অধিকৃত কাশ্মীরে। আগে এখানে স্বাধীনতার দাবিতে স্লোগান দেওয়া হতো। এখন পাক অধিকৃত কাশ্মীরে ওরা চিৎকার করছে। আগে এখানে পাথর ছোঁড়া হত, এখন ওখানে ছোঁড়া হচ্ছে।”

কেন্দ্রশাসিত অঞ্চলটিতে পর্যটন কার্যকলাপ বৃদ্ধি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কাশ্মীরে দুই কোটি পর্যটক এসেছিলেন এবং একটি নতুন রেকর্ড তৈরি করেছিলেন এবং পাক অধিকৃত কাশ্মীর জনগণের কাছে গম বিক্রির হারে রেকর্ড তৈরি করেছে।” এদিকে পাক-অধিকৃত কাশ্মীরে তেরঙ্গা পতাকা উঠেছে, আর যার ছবি সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে। সোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বিক্ষোভের ছবি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের। পুঞ্চের এই শহরে শুক্রবার পাক প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। সেই সময়েই ভারতের পতাকা উড়তে দেখা যায়।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular