পঞ্চায়েত ভোটের আগেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল বঙ্গ (BJP) বিজেপি। বীরভূম (Birbhum) সফরে এসে সিউড়ির জনসভা থেকে রাজ্য নেতৃত্বের কাছে ৩৫টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) অমিত শাহ।
শুক্রবার সিউড়িতে শাহ বলেন, পরবর্তী প্রধানমন্ত্রী মোদী হবেন। তাঁর হাত শক্ত করতে পশ্চিমবঙ্গ থেকে ৩৫টি আসন চাই। তিনি বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রীর পদে বসাতে চান। মোদি দেশ থেকে পরিবারতন্ত্র রাজনীতি দূর করেছেন।
উন্নয়ন ও পরিষেবার প্রশ্নে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও পূর্বতন বামফ্রন্ট আর কংগ্রেস সরকারের সমালোচনা করে শাহ বলেন, এ রাজ্যে বিজেপি সরকার তৈরি হলেই প্রতি নাগরিক আয়ুষ্মান কার্ডে চিকিৎসার সুযোগ পাবেন।
বীরভূমে বিজেপির শক্তি নেই। গত পুরভোটে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এই জেলায়। বিরোধী শক্তি হিসেবে বামফ্রন্ট উঠে এসেছে। সূত্রের খবর,বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠিদ্বন্দ্বে ক্ষুব্ধ অমিত শাহ। তাঁর কাছে রিপোর্ট গেছে এ রাজ্যে দলের ৮০ শতাংশ নিষ্ক্রিয়।
এদিন ভাষণে একসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে দুর্নীতির অভিযোগে কটাক্ষ করেন অমিত শাহ।