২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়ে বছর শেষে কলকাতায় বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় পা রেখে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী বছর এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। একইসঙ্গে আত্মবিশ্বাসের সুরে শাহ দাবি করেন, “১৫ এপ্রিল ২০২৬-এর পর বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে।”
২০২৬-এর নির্বাচনী ক্যালেন্ডার ও শাহের দাবি
মঙ্গলবার দলীয় বৈঠকের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী কয়েক মাসকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “আগামী বছর এপ্রিল মাস পর্যন্ত বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। এপ্রিলে বিধানসভা ভোট হবে এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে।” নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে তাঁর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে কড়া প্রশ্ন
এবারের নির্বাচনে যে ‘অনুপ্রবেশ’ বিজেপির প্রধান হাতিয়ার হতে চলেছে, শাহের কথাতেই তা পরিষ্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, “বর্ডারে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কোন সরকার জমি দেয় না? আপনি না পারলেও জবাব আমি দিচ্ছি, শুধুমাত্র আপনার সরকারই এমনটা করে।” তিনি আরও বলেন, “অসম বা ত্রিপুরায় কীভাবে অনুপ্রবেশ বন্ধ হয়েছে, মুখ্যমন্ত্রী তার জবাব দিতে পারবেন? আপনার প্রশ্রয়েই এখানে অনুপ্রবেশকারীরা আশ্রয় পাচ্ছে।”
“পাখিও ঢুকতে পারবে না”
অনুপ্রবেশ দমনে কড়া দাওয়াই দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভয়, দুর্নীতি আর কুশাসনে বাংলার মানুষ আজ চিন্তিত ও উদ্বিগ্ন। আমরা এমন এক মজবুত ‘রাষ্ট্রীয় গ্রিড’ তৈরি করব যে বাংলায় অনুপ্রবেশ চিরতরে সমাপ্ত হয়ে যাবে। শুধু মানুষ কেন, সীমান্ত দিয়ে একটি পাখিও ঢুকতে পারবে না।” তিনি বাংলার মানুষের কাছে আর্জি জানান, দেশের নিরাপত্তার স্বার্থে এমন এক সরকার বেছে নিতে যারা অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে সক্ষম।
শাহের এই আক্রমণাত্মক মেজাজ এবং ২০২৬-এর দিনক্ষণ ঘোষণা বাংলার আসন্ন নির্বাচনকে এক অন্য মাত্রা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
West Bengal: Union Home Minister Amit Shah announces in Kolkata that BJP will form the government in West Bengal after April 15, 2026. He vows to end infiltration completely and criticizes Mamata Banerjee over border security land issues ahead of the polls.
