কলকাতা: ২০২৬-এর বিধানসভা (Amit Shah)নির্বাচনের প্রস্তুতি ত্বরান্বিত করতে তিন দিনের সফরে আজ সন্ধ্যায় কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে নেমে সরাসরি তিনি চলে যান সল্টলেকের বিজেপি রাজ্য কার্যালয়ে।
সেখানে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে দলের সাংগঠনিক অগ্রগতি এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বঙ্গ সফরের পর এবার শাহের এই আগমন বিজেপির ‘মিশন ২০২৬’-এর জন্য গুরুত্বপূর্ণ সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিজয় হাজারেতে ইতিহাস গড়ে হলুদ জার্সিতে আইপিএল মাতাতে তৈরি এই ক্রিকেটার
অমিত শাহের এই তিন দিনের ঠাসা কর্মসূচি মূলত অভ্যন্তরীণ বৈঠক কেন্দ্রিক। নববর্ষের উৎসবের আবহে কোনো জনসভা বা রোডশো না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর রাতে পৌঁছেই তিনি রাজ্যের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উঠে আসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া, যাতে মতুয়া সম্প্রদায়ের অনেকের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে।
বিজেপি নেতারা মনে করছেন, এই ইস্যুকে কাজে লাগিয়ে মতুয়া ভোটব্যাঙ্ককে আরও মজবুত করার কৌশল তৈরি হবে শাহের নির্দেশে।৩০ ডিসেম্বরের কর্মসূচি আরও ব্যস্ত। সকালে ইসকন মন্দিরে দর্শন ও প্রার্থনায় অংশ নেবেন শাহ। তারপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। এখানে তিনি সম্ভবত রাজ্যের আইনশৃঙ্খলা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে কথা বলবেন।
বিকেলে মানিকতলার কেশব ভবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক। এই বৈঠকে সাংগঠনিক সমন্বয় এবং নির্বাচনী প্রচারের রূপরেখা চূড়ান্ত হতে পারে। কিছু সূত্রের খবর, শাহের কনভয়ের সঙ্গে যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি হতে পারে—কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি থেকে হাজারখানেক বাইক যোগ দেবে।
সফরের শেষ দিন ৩১ ডিসেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্যের সাংসদ, বিধায়ক এবং কর্পোরেশন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক। তারপর কর্মী সম্মেলনে ভাষণ দিয়ে কর্মীদের উজ্জীবিত করবেন শাহ। সন্ধ্যায় দিল্লি ফিরবেন তিনি। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, “শাহজির নেতৃত্বে বাংলায় দলের বিস্তার হয়েছে। এই সফরে কর্মীদের নতুন উদ্যম দেবেন তিনি।”
