Amit Shah is coming: আগামী মাসেই তিনদিনের বঙ্গ সফরে আসছেন শাহ

Amit Shah rath

আগামী মাসেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ৪ মে রাজ্যে আসছেন তিনি। তিনদিনের রাজ্য সফরে আসবেন বলে জানা গিয়েছে। বর্তমানে বিজেপির চলছে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি। আর এর মধ্যেই রাজ্যে আসছেন অমিত শাহ।

Advertisements

জানা যাচ্ছে উত্তরবঙ্গে মিছিল এবং দক্ষিণবঙ্গে বৈঠক করবেন শাহ। প্রধানত উত্তরবঙ্গের একটি কর্মসূচিতে যোগদানের জন্য আসছেন অমিত শাহ। তিন দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে জানা গিয়েছে, আগামী ৪ মে বা ৫ মে উত্তরবঙ্গে বড় মাপের মিছিল হতে পারে, অমিত শাহকে সামনে রেখে।

   

Advertisements

এছাড়াও জানা গিয়েছে, বঙ্গ বিজেপির তরফে কেন্দ্রীয় বিজেপির কাছে গিয়েছে একটি প্রস্তাব। সেই প্রস্তাব কতটা স্বাক্ষরিত হবে তার অপেক্ষায় বসে রয়েছে বঙ্গ নেতৃত্ব। শুধু তাই নয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, আগামী ৪ মে থেকে ৬ মে পর্যন্ত রাজ্য সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকবে একাধিক কর্মসূচি। দক্ষিণবঙ্গে থাকবে একাধিক বৈঠক।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের থেকেই খারাপ সময় শুরু হয়েছে বিজেপির। বারবার মুখ থুবরে পড়েছে বাংলার মাটিতে। শেষ হয়ে যাওয়া উপনির্বাচনে হার হয়েছে বিজেপির। একের পর এক দখল করা স্থান চলে গিয়েছে তৃণমূলের হাতে। সেই দিকেই বিশেষ নজর দিতে অমিত শাহ এর আগমন কিনা তাই নিয়েই হচ্ছে প্রশ্ন।