বাংলার রাজনীতি ফের সরগরম অমিত শাহের (BJP) বক্তব্যে। নিউজ১৮ কনক্লেভ মঞ্চে উপস্থিত হয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বাংলায় বিজেপির মুখ কে হবেন? জল্পনা বাড়িয়ে জানিয়ে দিলেন নরেন্দ্র মোদির ডেপুটি। তবে বাংলায় ক্ষমতা দখল নিয়ে দলের আত্মবিশ্বাসী সুর তাঁর বক্তব্যে।
মঞ্চে তাঁকে প্রশ্ন করা হয়—বাংলায় কি মোদিকে মুখ করে লড়বে বিজেপি, না কি অন্য কাউকে সামনে আনা হবে? উত্তরে অমিত শাহ বলেন, “সবাই এখন বিহারের নির্বাচন নিয়ে ব্যস্ত। বাংলার নির্বাচন এলে তখন বাংলার কথা ভাবা যাবে।” তাই ২০২৬ সালের ভোটে মুখ নিয়ে বিজেপি এখনই কিছু বলছে না, তবে কৌশল তৈরির কাজ চলছে পর্দার আড়ালে।
View this post on Instagram
বাংলায় বিজেপির (BJP) উত্থান এবং আত্মবিশ্বাস প্রসঙ্গে অমিত শাহ বলেন, “বাংলায় বিজেপি একসময় ৪টি আসন পেয়েছিল, সেখান থেকে আজ ৭৭টি আসন পেয়েছে। শতাব্দীপ্রাচীন কংগ্রেস শূন্য, ৩৪ বছর রাজত্ব করা সিপিএমও শূন্য। এটা প্রমাণ করে বাংলায় বিজেপি তার জমি তৈরি করে ফেলেছে।”
বিজেপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী শাহ আরও বলেন, “আমার কর্মীদের বলছি, বাংলায় ২০২৬-এ বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।” তিনি অভিযোগ করেন, “বাংলায় রাজ্যপৃষ্ঠপোষক অনুপ্রবেশ চলছে। দুর্নীতি থেকে মুক্তি পেতে হলে বাংলার মানুষকে বিজেপিকে বেছে নিতে হবে।”
রাজ্যে ভোটার তালিকায় সংশোধন (SIR) নিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেই এসেছে শাহের এই বক্তব্য। শুভেন্দু অধিকারী আগেই সতর্ক করেছিলেন এসআইআর ইস্যুতে। এবার রাজ্যে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে বিজেপি আরও সক্রিয় হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন শাহ। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।


