Amit Shah: সরকার গড়তে কেন বিজেপির ‘প্ল্যান-বি’ নেই? বিস্ফোরক জবাব অমিত শাহ-র

মোদীর সরকারের হ্যাটট্রিকে চরম আত্মবিশ্বাসী পদ্ম বাহিনী। প্রচারের শুরু থেকেই বিজেপি নেতৃত্বের মুখে বার বার শোনা যাচ্ছে ‘আব কী বার, ৪০০ পার’ স্লোগান। যা সরকার…

amit-shah-north-block-home-ministry-office-receives-bomb-threat-email-bomb-disposal-team-dispatched

মোদীর সরকারের হ্যাটট্রিকে চরম আত্মবিশ্বাসী পদ্ম বাহিনী। প্রচারের শুরু থেকেই বিজেপি নেতৃত্বের মুখে বার বার শোনা যাচ্ছে ‘আব কী বার, ৪০০ পার’ স্লোগান। যা সরকার গঠনের ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই বেশি। চতুর্থদফা ভোটের পর ইতিমধ্যেই অমিত শাহ দাবি কেরচেন, ৩৮০টি লোকসভা আসনে ভোট হয়ে গিয়েছে। তার মধ্যে ২৭০ আসনে জয়ী মোদী। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আবার ২০০৪ সালের স্মৃতি ফিরিয়ে আনবে না তো? এ রাজ্যের প্রচারে এসে তারই জবাব দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মোদীর ‘ডেপুটি’।

Sealdah Train: বিকল মালগাড়ির ইঞ্জিন, শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

   

নূন্যতম লক্ষ্যমাত্রা পূরণে গেরুয়া বহিনী কী কোনও বিকল্প ভাবনা ভেবেছেন? জবাবে অমিত শাহ বলেছেন, ‘আমি তেমন কোনও সম্ভাবনাই (২৭২-এর কম আসন পাওয়া) দেখছি না।’ তাঁর সংযোজন, টবিভিন্ন সরকারি প্রকল্পের প্রায় ৬০ কোটি উপভোক্তা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রয়েছেন। তাঁরা বিভিন্ন বর্ণের, বিভিন্ন বয়সের মানুষ। যাঁরা সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়েছেন, তাঁরা জানেন নরেন্দ্র মোদীকে ৪০০ আসন দিতে হবে।

Covid: ফের ভয় ধরাচ্ছে কোভিড,কলকাতায় আক্রান্ত ৫

বিজেপির বিবেচনায় কেন বিকল্প ভাবনা নেই? উত্তর শাহী ব্যাখ্যা, ‘যখন প্ল্যান-এ সফল হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশের কম থাকব‌ে, তখন প্ল্যান-বি তৈরি করার প্রয়োজন হয়। আমি নিশ্চিত যে, প্রধানমন্ত্রী মোদী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন।’ অমিত শাহ-র দাবি, দেশের এসসি, এসটি এবং ওবিসি মানুষরা প্রদানমন্ত্রী মোদীকেই সমর্থন করবেন।