ব্যর্থ বৈঠক! ধর্মঘটের জেরে ‘মহার্ঘ’ আলু, রফতানি রুখতে মরিয়া সরকার

কলকাতা: কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে মেলেনি রফাসূত্র৷ ফলে ধর্মঘটের রাস্তাই বেছে নিলেন আলু ব্যবসায়ীরা৷ পূর্ব ঘোষণা মতোই আলু সরবরাহ বন্ধ রাখলেন তাঁরা। (amind strike…

potato price

কলকাতা: কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে মেলেনি রফাসূত্র৷ ফলে ধর্মঘটের রাস্তাই বেছে নিলেন আলু ব্যবসায়ীরা৷ পূর্ব ঘোষণা মতোই আলু সরবরাহ বন্ধ রাখলেন তাঁরা। (amind strike potato price increase)

হিমঘরে আসছে না আলু amind strike potato price incres

এই ডামাডোল পরিস্থিতিতে সোমবার মধ্যরাত থেকে রাজ্যের প্রায় কোনও হিমঘরের আলুর বস্তা এসে পৌঁছায়নি৷ যার প্রভাব পড়ে মঙ্গলের বাজারে৷ সকাল থেকেই জোগানে টান। রাজ্যের বিভিন্ন বাজারে লাফিয়ে বাড়তে শুরু করেছে আলুর দাম৷ দুই থেক আট- ন’টাকা পর্যন্ত আলুর দাম বেড়েছে। যা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাজ ফেলেছে৷ 

ব্যর্থ বৈঠক! ধর্মঘটের জেরে ‘মহার্ঘ’ আলু, রফতানি রুখতে মরিয়া সরকার
potato

মন্ত্রীর সঙ্গে বৈঠক amind strike potato price incres

আলু রফতানি নিয়ে বেশ কড়া মনোভাব দেখায় রাজ্য সরকার৷ বিভিন্ন সীমান্তে আটকে দেওয়া হয় আলু বোঝাই গাড়ি৷ ভিন রাজ্যে আলু রফতানি করতে না পারায় ধর্মঘটের হুঁশিয়ারি দেন আলু ব্যবসায়ীরা৷ সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানানো হয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে৷ ধর্মঘট এড়াতে সোমবার তড়িঘড়ি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্যের হিমঘর মালিক সংগঠনকে নিয়ে খাদ্য ভবনে বৈঠক করেন বেচারাম মান্না। সরকার আলু ব্যবসায়ীদের ধর্মঘটের পথ থেকে সরে আসার কথা বলেন৷ কিন্তু, সীমান্তে তাঁদের গাড়ি ছাড়া না হলে, তাঁরাও ধর্মঘটের পথ থেকে সরবে না বলে সাফ জানিয়ে দেয়৷ এই অবস্থায় দাম বাড়ার আশঙ্কা বাড়ছিল৷ সেই মতোই প্রভাব পড়তে শুরু করল বাজারে৷ 

Advertisements

West Bengal: A strike by potato traders following unsuccessful talks with the Agriculture Minister causes supply shortages in West Bengal. Prices surge across markets, with costs increasing by up to Rs 9 per kilogram, affecting the middle class significantly.