CPIM নেতা সুজনের আহ্বানের পরেই বঙ্গবিভূষণ প্রত্যাখ্যান অমর্ত্য সেনের

রাজ্য সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এসএসসি দুর্নীতি মামলায় শনিবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আহ্বান জানান মমতা সরকারের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ প্রত্যাখানের। এরপর অমর্ত্য সেনের তরফে পুরষ্কার প্রত্যাখ্যাত হলো।

Advertisements

Sujan Chakraborty

তবে পরিবার সূত্রে খবর বিদেশে রয়েছেন অমর্ত্য সেন। কিন্তু তিনি কোন কারণে রাজ্য সরকারের পুরষ্কার নিচ্ছেন না তা জানা যায়নি।

রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে অমর্ত্য সেনকে। এছাড়াও সেই তালিকায় রয়েছেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

Advertisements

শনিবার চাকরি প্রার্থীদের অঙ্গে দেখা করতে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সেখান থেকে তিনি বলেন, রাজ্য সরকার যাঁদেরকে বঙ্গবিভূষণ দেওয়ার কথা বলেছেন, তাঁরা অবিলম্বে এই ছেলে মেয়েগুলোর কথা ভেবে বয়কট করুন। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত সরকারের মঞ্চে আপনারা হাজির হবেন না। তাহলে আপনাদের জন্য আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মনে সম্মান অটুট থাকবে। এই সম্মান আপনাদের গরিমা বাড়াবে না। এমনকী তাঁরা যাতে আন্দোলনকারীদের সমর্থনে বয়ান জারি করেন সেই অনুরোধও করেছেন সুজন।

সিপিআইএম নেতা সুজনের সেই আহ্বানকে সমর্থন করলেন অমর্ত্য সেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য ২৫ জুলাই রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে কৌশিক বসু, দেবশঙ্কর হালদার সহ অনেকের নাম।