HomeBharatমোদীর হিন্দুরাষ্ট্র কখনও হবে না ভারত: অমর্ত্যে সেন

মোদীর হিন্দুরাষ্ট্র কখনও হবে না ভারত: অমর্ত্যে সেন

- Advertisement -

মোদী সরকারের কাছে অনেক  অপমানজনক কথা শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় ফিরতেই দেশে পা রাখলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বুধবার কলকাতায় পা রেখেই মোদী সরকারকে ফের খোঁচা দিলেন তিনি। সরকার চাইলেও ভারত হিন্দুরাষ্ট্র হবে না, দেশের ভোটারদের দ্বারাই তাঁর প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেন। পাশাপাশি সরকারের বিরোধিতা করার জন্য বিরোধী নেতাদের জেলবন্দি করার বিষয়টি নিয়েও মোদী সরকারকে কটাক্ষ করেছেন তিনি।

এদিন কার্যত স্পষ্ট ভাষায় তিনি বলেন, ”ভারতে বিপুল ব্যয় করে রাম মন্দির তৈরি হয়েছে, যাতে ভারতকে হিন্দুত্বের নিরিখে দেখা হয়। রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্রের দেশে এটা হওয়ার কথা নয়।” সেই সঙ্গে দেশে আর্থ-সামাজিক বৈষম্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে ধনীদের ওপর নির্ভরতা বাড়ছে। আর গরীবেরা অবহেলিত হচ্ছে।” বিনা বিচারে বিরোধীদের জেল বন্দি করা নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, পরাধীন ভারতে আমার পরিবারের অনেকেই জেল খেঁটেছে। ভাবতাম দেশ স্বাধীন হলে পরিস্থিতি বদল হবে, কিন্তু তা হয়নি।

   

অতীতেও একাধিক ইস্যুতে মোদী সরকারের বিরোধিতা করেছিলেন এই বিখ্যাত নোবেল জয়ী। তারপর বিশ্বভারতীতে নিজের বাসভবনের জমি সম্পত্তি নিয়ে টানাটানিতে ভুগতে হয়েছিল তাঁকে। রাজনৈতিক মহলের মতে, অমর্ত্যে সেনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা দেখাতেই তাঁর বাসভবন নিয়ে হেনস্থা করে মোদী সরকার। তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular