জল চাওয়ার অজুহাতে মহিলার শ্লীলতাহানি! CRPF জওয়ানের বিরুদ্ধে নোংরামির অভিযোগ

ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান (CRPF)। হাওড়া, হুগলির পর পশ্চিম মেদিনীপুর। ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক জওয়ানের (CRPF) বিরুদ্ধে। ঘাটাল লোকসভার ডেবরার ১২৬ নম্বর বুথের…

alleged-harassment-incident-involving-crpf-personnel-reported-in-debra

ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান (CRPF)। হাওড়া, হুগলির পর পশ্চিম মেদিনীপুর। ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক জওয়ানের (CRPF) বিরুদ্ধে। ঘাটাল লোকসভার ডেবরার ১২৬ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, জল চাওয়ার অজুহাতে এক মহিলার শ্লীলতাহানি করেন CRPF জওয়ান। অভিযোগ সামনে আসতেই ওই জওয়ানকে ভোটের কাজ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

Advertisements

মহিলার অভিযোগ, ওই জওয়ান বাড়িতে এসে জল চান। তিনি জল দেন। জলের বোতল ফেরত দেওয়ার সময় অশ্লীলভাবে তাঁকে স্পর্শ করে ওই জওয়ান। হাত চেপে ধরে বলেও অভিযোগ। সেই সময় দ্রুত ঘরের ভিতর ঢুকে যান তিনি। এরপর ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ পেতেই নির্বাচন কমিশন ওই জওয়ানকে ভোটের কাজ থেকে অপসারিত।

বিজ্ঞাপন

এর আগে ২০ মে, পঞ্চম দফার ভোটেও দুই জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। হুগলির জঙ্গিপাড়ায় ঘরে ঢুকে এক ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ITBP-র এক কনস্টেবলের বিরুদ্ধে। মহিলার পরিবার ও প্রতিবেশীরা ওই জওয়ানকে ধরে ফেলেন। গাছে বেঁধে উত্তম-মধ্যম দেওয়া হয় তাকে। পরে পুলিশ এসে তাকে আটক করে।

Nandigram: মুসলিম ভোটারদের ভোট দিতে বাধা বিজেপির! চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামে

সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উলুবেড়িয়ার পর এবার জাঙ্গিপাড়ায় এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। যে রক্ষক সেই ভক্ষক। একটু খোঁজ নিলেই দেখা যাবে, ডিউটিতে এসে ওনারা পতিতালয়ে যাচ্ছেন।

পঞ্চম দফার ভোটের আগের দিন, ১৯ মে, রবিবার হাওড়ার উলুবেড়িয়ায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরে চুম্বনের অভিযোগ ওঠে ওই জওয়ানের বিরুদ্ধে। একই সঙ্গে অশালীন ইঙ্গিতের অভিযোগও ওঠে। ওই বিএসএফ জওয়ানকে ভোটের কাজ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

Lok Sabha Election: বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ হলদিয়ায়

আজ, শনিবার ষষ্ঠ দফায় বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে ভোট হচ্ছে। কেন্দ্রগুলি হল – মেদিনীপুর, ঘাটাল, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারসংখ্যা ১ কোটি ৪৫ লক্ষের বেশি। বুথের সংখ্যা – ১৫,৬০০। এর মধ্যে ২,৬৭৮টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।