Sabuj Sathi Cycle: বিরাট অভিযোগ! ৭০০০ টাকায় বাংলাদেশে ‘সবুজ সাথী’ সাইকেল বিক্রির অভিযোগ

গরু থেকে বালি, শিক্ষা থেকে স্বাস্থ্য়, চাকরি থেকে শিল্প, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির অবিযোগে, বিভিন্ন মামলায় জর্জরিত রাজ্য় সরকার৷ আর এর মধ্য়ে নতুন একটি ঘটনা…

sabuj sathi cycle

গরু থেকে বালি, শিক্ষা থেকে স্বাস্থ্য়, চাকরি থেকে শিল্প, প্রায় প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির অবিযোগে, বিভিন্ন মামলায় জর্জরিত রাজ্য় সরকার৷ আর এর মধ্য়ে নতুন একটি ঘটনা ফের একবার যেন অস্বস্তিতে ফেলে দিল মমতা সরকারকে৷ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘সবুজ সাথী’ (Sabuj Sathi Cycle)-তে পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য় সরকার৷ সেই সাইকেলই নাকি এবার দেশের মাটি ছাড়িয়ে চলে যাচ্ছে বিদেশ-বিভুঁইয়ে৷ এটাও কি সম্ভব?

Advertisements

সম্ভাবনা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই এই ঘটনা নিয়ে অভিযোগও কিন্তু উঠছে৷ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এই সাইকেল (Sabuj Sathi Cycle) বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ৷ কিন্তু বাংলার সরকারি সাইকেল কীভাবে বাংলাদেশ পৌঁছে যাচ্ছে? 

বিজ্ঞাপন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা যাচাই করা হয়নি৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি অনুযায়ী, বাংলার সীমান্তবর্তী এলাকা থেকে এই সাইকেল (Sabuj Sathi Cycle) সংগ্রহ করে সেটা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। রয়েছে চোরা পথ! একাধিক খোলা সীমান্ত দিয়ে এই পাচার চলে বলে অভিযোগ৷ 

আরও জানা যাচ্ছে যে, বাংলাদেশে এই ধরনের সবুজ সাথী সাইকেলের (Sabuj Sathi Cycle) দাম ৭-৮ হাজার টাকা। সেখানে নতুন সাইকেলের দাম ১৪-১৫ হাজার টাকা পড়ে যাচ্ছে। তাই কম দামে সবুজ সাথী কিনছেন অনেকেই। 

খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোহর, সাতক্ষিরা, মেহেরপুর, চুয়াডাঙা, ঝিনাইদহতেও নাকি রমরমিয়ে বিক্রি হচ্ছে সবুজ সাথী সাইকেল (Sabuj Sathi Cycle). কী ব্যবস্থা নেবে প্রশাসন?