Magrahat: মগরাহাটে নাবালিকা ধর্ষণের অভিযোগ, তৃণমূল বিধায়কের বাড়ি ঘেরাও

নাবালিকা ধর্ষণের অভিযোগে প্রবল উত্তপ্ত মগরাহাট। স্থানীয় টিএমসি বিধায়ক নমিতা সাহার বাড়ি ঘিরে উত্তেজিত জনতা পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখাচ্ছেন।আক্রান্ত পুলিশ। জনতা প্রবল…

Magrahat: মগরাহাটে নাবালিকা ধর্ষণের অভিযোগ, তৃণমূল বিধায়কের বাড়ি ঘেরাও

নাবালিকা ধর্ষণের অভিযোগে প্রবল উত্তপ্ত মগরাহাট। স্থানীয় টিএমসি বিধায়ক নমিতা সাহার বাড়ি ঘিরে উত্তেজিত জনতা পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখাচ্ছেন।আক্রান্ত পুলিশ। জনতা প্রবল ক্ষিপ্ত।

সাত বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ। মগরাহাটে দফায় দফায় উত্তেজনা। চারিদিকে ভাঙচুর। মগরাহাট পূর্বের তৃণমূল বিধায়ক নমিতা সাহার বাড়ি ঘেরাও। ঘটনাস্থলে আক্রান্ত পুলিশ কর্মীরাও।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ৭ বছরের শিশু কন্যাকে কলাবাগানে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে মগরাহাট থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। এই গ্রেফতারের পরেই দফায় দফায় গন্ডগোল সৃষ্টি হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেড করে। এরপরে পুলিশকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ। তাদের উপরেও হামলা চালায় এলাকাবাসীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

Advertisements

তবে অন্যদিকে স্থানীয় মানুষদের অভিযোগ পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক পুলিশ অফিসার জানিয়েছেন, ” পুলিশের একজন সাব-ইন্সপেক্টর অসুস্থ বোধ করেন তখন আমরা পিছিয়ে গিয়েছিলাম সেই সুযোগ নিয়ে তারা আমাদের উপর চড়াও হয়। এবং ওই গ্রামেরই কিছু সৎবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছ থেকে আমরা সহায়তা পেয়েছি। যারা আসল কালপিট রয়েছে তাদের বাড়িতে রেট করা হয়েছে। এর সঙ্গে যে অভিযোগ এসেছে তার ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি”।