টেট পরীক্ষার প্রশ্ন ১০ লক্ষ টাকায় বিলির অভিযোগ

Suvendu-Adhikari-nandigram

পাঁচ বছর পর আগামীকাল টেটের পরীক্ষা (TET exam) হচ্ছে রাজ্যজুড়ে। তার আগে পরীক্ষায় নিয়মভঙ্গের অভিযোগ তুলেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এরই মধ্যে চুঁচুড়ার সভা থেকে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, রবিবারের টেটের প্রশ্ন ১০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিলি হয়েছে।

শনিবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে সভা ছিল বিরোধী দলনেতার। সেখান থেকে তিনি বলেন, আমাদের আশঙ্কা রয়েছে, বহু জায়গা থেকে ফোন আসছে যে, প্রশ্ন বলে দেওয়া হবে। ১০ লক্ষ টাকার চুক্তি। পাঁচ লক্ষ টাকা আগাম দিলে প্রশ্ন শনিবারই বলে দেওয়া হবে। পরে বাকি পাঁচ লক্ষ টাকা মেটাতে হবে।
একাধিক টেট মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যেই টেট হতে চলেছে রাজ্যজুড়ে।

   

এবারে টেট পরীক্ষার্থীদের সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী এবার টেটে বসছেন। ১ হাজার ৪৬০ টি কেন্দ্রে হবে পরীক্ষা। কড়া নজরদারি থাকছে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে। পর্ষদ সভাপতির অভিযোগ, তাঁর কাছে বেশ কিছু এসএমএস এসেছে, যেখানে পরীক্ষা বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। প্রশাসনের আধিকারিকদের এবিষয়ে অবগত করেছেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তবে লিখিত অভিযোগ দায়ের করেননি।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, আগামীকাল পরীক্ষা কেন্দ্রগুলিতে বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে। অর্থাৎ পরীক্ষার্থীরা প্রবেশ এবং বের হওয়ার সময় বায়োমেট্রিক ব্যবহার করবেন। একইসঙ্গে পরীক্ষায় নজরদারি রাখার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। একেবারে কন্ট্রোল রুমে বসে পরীক্ষা কেন্দ্রগুলিতে তদারকি চালানো হবে। কোনও অভিযোগ আসা মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে বিরোধী দলনেতার অভিযোগ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন