নির্জলা হাওড়া পুর এলাকা! শনিবার বারবেলা থেকে টানা ১৮ ঘন্টা

শনিবার ২২ জুন হাওড়া পুরসভার সব ওয়ার্ডে জল বন্ধ থাকবে। ওই দিন দুপুর ১২টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত (টানা ১৮ ঘণ্টা) ধরে হাওড়া…

All the wards of Howrah municipality will shut down water supply on Saturday for the repair of pipe line

শনিবার ২২ জুন হাওড়া পুরসভার সব ওয়ার্ডে জল বন্ধ থাকবে। ওই দিন দুপুর ১২টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত (টানা ১৮ ঘণ্টা) ধরে হাওড়া পুরসভায় পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে। যুদ্ধকালীন তৎপরতায় পাইপ লাইন মেরামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

তবে, ওই ১৮ ঘন্টা পুর এলাকায় জলের চাহিদা মেটাতে নাগরিকদের কাছে গাড়িতে করে পানীয় জল সরবরাহ করার কথা জানিয়েছে হাওড়া পুরসভা।

   

চিন্তা বাড়ল মমতার? বাংলায় আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা

বৃহস্পতিবারই হাওড়া পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে জল সরবারহ বন্ধ থাকার কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুসারে, পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল তৈরি হয়েছে। সেই ফাটল মেরামত করার জন্যই জল বন্ধ রাখা হবে। শনিবার দুপুর ১২টা থেকে জল বন্ধ করা হবে এবং পরের দিন অর্থাৎ রবিবার ২৩ জুন সকাল ৬ টা থেকে পুনরায় জল সরবরাহ চালু করা হবে।

চলতি বছরে জানুয়ারি ও মার্চে জলের পাইপের মেরামতির জন্য হাওড়া পুরসভা এলাকায় জল সরবারহ বন্ধ ছিল। তারপরও সমস্যা দূর হয়নি। জলের বেগ সেই কমই থেকে গিয়েছে। ফের একবার বন্ধ হচ্ছে জল সরবারহ। ফলে দুর্ভোগ পোয়াতে হবে পুরবাসীদের। এরপরও কী সমস্যা মিটবে? প্রশ্ন তিতিবিরক্ত বাসিন্দাদের।