Alipurduar: দশ মিনিটের কালবৈশাখীতে লন্ডভণ্ড আলিপুরদুয়ার, মৃত্যু

Kalbaisakhi

আচমকা ঝড়। সেই ঝড়ে লন্ডভণ্ড আলিপুরদুয়ার (Alipurduar)। কালচিনি ব্লকের ৩১ নং জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে কালচিনি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের এর কর্মীরা।

Advertisements

Kalbaisakhi

মাত্র দশ মিনিটের কালবৈশাখী ঝড় প্রাণ কাড়লো দুই মহিলার।বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক ও আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে।

Kalbaisakhi

Advertisements

চড়কের মেলা থেকে ফেরার সময় গাছ চাপা পড়ে মৃত্যু হয় কামাখ্যাগুড়ির সুনীতি দাস (৩২) নামের এক মহিলার।আশ্চর্যজনক ভাবে বেঁচে যায় তাঁর কোলে থাকা চার মাসের শিশুকন্যা। অপর একটি ঘটনায় আলিপুরদুয়ারের বারোবিশায় এক ভবঘুরে মহিলার মৃত্যু হয় ঝড়ে।সব মিলিয়ে ওই দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জেলার বিভিন্ন এলাকা। এছাড়া বীরপাড়া-মাদারিহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্থ।

দক্ষিণবঙ্গের বীরভূমে প্রবল গরম থেকে রেহাই দিল শিলাবৃষ্টি। পূর্ব বর্ধমানের কাটোয়া, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় হয়েছে ঝড় বৃষ্টি। শিল পড়ছে বৃষ্টির সঙ্গে।