বিমানবন্দর থেকে মমতার বাড়িতে অখিলেশ, গোপন আলোচনায় মাস্টারস্ট্রোক?

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে ২১ জুলাই সভামঞ্চে হাজির থাকবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। রবিবার বেলা ১২ টায় কলকাতা বিমানবন্দরে নেমেই সোজা…

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে ২১ জুলাই সভামঞ্চে হাজির থাকবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav)। রবিবার বেলা ১২ টায় কলকাতা বিমানবন্দরে নেমেই সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাসভবনে পৌঁছে গেলেন তিনি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সৌজন্য সাক্ষাত সেরেই সোজা রওনা হবেন ধর্মতলায় ২১ জুলাইয়ের সভামঞ্চে। সভামঞ্চে যাওয়ার আগে মমতার বাড়িতে অখিলেশের আগমন কি কোনও গোপন আলোচনার উদ্দেশ্যে? প্রশ্ন উঠছে এমনই। 

২১শের সকালে বড় চমক! শোরগোল ফেললেন ‘সেনাপতি’ অভিষেক!

   

সেখানেই ভাষণ রাখবেন ইন্ডিয়া জোটের এই গুরুত্বপূর্ণ নেতা। অখিলেশের (Akhilesh Yadav) যোগদান তৃণমূলের ২১ জুলাইকে জাতীয়স্তরে রাজনৈতিকভাবে আরও প্রাসঙ্গিক করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা ভোটেও উত্তরপ্রদেশে বিজেপির থেকে এবার অপ্রত্যাশিত জয় ছিনিয়ে নিয়েছে অখিলেশের দল।

আবেগের সুনামিতে ধর্মতলায় ৫ হাজারের টুপিও বিকোচ্ছে ঝড়ের বেগে!

উত্তরপ্রদেশের ৮০ টির মধ্যে ৪০ টির ওপর আসন জিতে যোগীদের ঘুম উড়িয়েছে সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে অখিলেশের জয় মোদী বিরোধী ইন্ডিয়া জোটকে ২৪০ টা আসন পেতে সাহায্য করেছে। তাই বর্তমান জাতীয় রাজনীতির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশের গুরুত্ব অনেকটাই বেড়েছে। এবার ২১ জুলাইয়ের মঞ্চে ইন্ডিয়া জোটের এই নেতার একই মঞ্চে অবস্থান মোদী বিরোধী জোটকে আরও ঐক্যবদ্ধ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।