সকলের জন্য দারুণ সুখবর,টিকিট কনফার্ম না হলেও এসি কোচেই ঘুরতে পারবেন সকলে

সারা বছর ছুটি না থাকলেও দুর্গাপুজোতে প্রায় সকলেরই ছুটি থাকে৷ তাই এই সময়টাতে সকলেই কম-বেশি সকলেই বেড়াতে যেতে পছন্দ করেন৷ তবে বেড়াতে যাওয়ার কথা ভাবলেই…

Eastern Railway is installing train indication board and coach indication board at the station for passenger convenience, যাত্রী সুবিধায় স্টেশনে কামরা ও প্ল্যাটফর্ম ইন্ডিকেশন বোর্ড বসাচ্ছে পূর্ব রেল

সারা বছর ছুটি না থাকলেও দুর্গাপুজোতে প্রায় সকলেরই ছুটি থাকে৷ তাই এই সময়টাতে সকলেই কম-বেশি সকলেই বেড়াতে যেতে পছন্দ করেন৷ তবে বেড়াতে যাওয়ার কথা ভাবলেই তো চলবে না৷ পকেটের দিকটা ভাবতে হয়৷ বিশেষ করে আজকাল কার দিনে ঘুরতে যাওয়া মানেই সেটা পাহাড় হোক বা সমুদ্র৷ যেখানেই
যাওয়া হোক না কেন আগাম টিকিট সকলকেই বুকিং করতে হয়৷ তবে এবার রেলের(Indian Railway)তরফ
থেকে রয়েছে দারুণ এক সুখবর৷

আর এই রকম মরশুমের সময়ে টিকিট কিছুতেই কনফার্ম হচ্ছে না। প্রতিবছর এই সমস্যায় পরেননি এমন মানুশ বোধয় নেই বললেই চলে৷
কোথাও যেতে হলে অন্তত ১২০ দিন আগে টিকিট কেটে রাখতে হয়৷ তবে এবার হয়তো সেই সমস্যার সমাধান হতে চলেছে৷ যাত্রীদের জন্য সুখবর৷ এবার টিকিট কনফার্ম না হলেও আপনি ট্রেনের এসি কোচেই ঘুরতে পারবেন৷ সম্ভব কীভাবে?

   

শতাব্দী, রাজধানী, বন্দে ভারত-এর মতো প্রিমিয়াম ট্রেনও রয়েছে। প্রতিদিন প্রায় ২ কোটি যাত্রী এই ট্রেনগুলিতে যাতায়াত করে। এই ধরনের যাত্রীদের স্বস্তি দিতেই ভারতীয় রেলের বিশেষ এই পরিকল্পনা।

ট্রেনে সাধারণত এসি কোচে আসন সংখ্যা নির্দিষ্ট থাকে৷ সাধারণ সংখ্যাটা ৭২-এর আশপাশে৷ সেখানে টিকিট কানফার্ম না থাকা সত্ত্বেও বেশ কিছু লোক উঠে পরে৷ সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় ৮০-তে৷
সেই কারণে সম্প্রতি ভুজ এবং আহমেদাবাদের মধ্যে নমো ভারত র‍্যাপিড ডিজাইনের কোচ তৈরি করা হয়েছে। কারণ সর্বচ্চ ২০ জন যাত্রী ধরতে পারে৷ সেখানে ১৫-১৫ ইউনিটের এসি বসানো হয়েছে, যাতে কোচটি সম্পূর্ণ ঠান্ডা থাকে।