‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফেরালেন প্রবীণ নাট্যকার চন্দন সেন

আরজি কর (RG Kar Case) হাসপাতাল নিয়ে আন্দোলনকারী প্রতিবাদীদের খোঁচা দিয়ে পুরস্কার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কাঞ্চন মল্লিক। এবার সেই আবহেই ২০১৭ সালে রাজ্য সরকারের…

আরজি কর (RG Kar Case) হাসপাতাল নিয়ে আন্দোলনকারী প্রতিবাদীদের খোঁচা দিয়ে পুরস্কার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কাঞ্চন মল্লিক। এবার সেই আবহেই ২০১৭ সালে রাজ্য সরকারের দেওয়া নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন প্রবীণ নাট্যকার চন্দন সেন। নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা হল ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এই প্রথম পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কোনও সরকারি পুরস্কার প্রাপক।

মঙ্গলবার প্রবীণ নাট্যকার চন্দন সেন জানান, এ জন্য ইতিমধ্যেই রাজ্যে তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিবের কাছে তিনি মেল পাঠিয়েছেন। চন্দন সেন বলেন, “মঙ্গলবার সকালে পুরস্কারমূল্য ফেরত দিতে চাই, জানিয়ে ইমেল করেছি। সচিব মেলটি পেয়েছেন। তবে জানি না, এর উত্তর আমি কী ভাবে পাব।” সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, “গতকাল শাসকদলের বিধায়ক যেভাবে প্রতিবাদীরা পুরস্কার ফিরিয়ে দেবেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাতে আমি অপমানিত বোধ করছি।

   

আমি রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে পুরস্কার হিসাবে পাওয়া ২৫ হাজার টাকাও ফিরিয়ে দেব। আমি প্রতিবাদীদের একজন হয়ে থাকতে চাই।” প্রবীণ নাট্যকার দাবি করেছেন, প্রথমে তিনি এই পুরস্কার ফেরানোর কথা ভাবেননি। কিন্তু শাসকদলের বিধায়ক হয়ে কাঞ্চন মল্লিক এই অবমাননাকর মন্তব্য করার পরেই তিনি মনে করছেন পুরস্কার রাখার অধিকার আর তাঁর নেই।

তিনি জানিয়েছেন, “চিকিৎসকেরা যে আন্দোলন করছেন, আমি তার শরিক। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি পদযাত্রায় শামিল হয়েছি। কারণ, আমার বাবা ৪০ বছর সরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন। আমি এই যন্ত্রণার শরিক।” প্রসঙ্গত, সম্প্রতি ডাক্তার ও শিল্পী প্রতিবাদীদের খোঁচা দিয়েছিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক।

সেইসঙ্গে তিনি প্রতিবাদী শিল্পীদের উদ্দেশ্যে পুরস্কার ফেরত দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। তাঁর এহেন মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠলে বিতর্কের মাঝে ক্ষমাও চান কাঞ্চন। কিন্তু তার আগেই নিজের পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন।