ভিন রাজ্য থেকে আসা BJP নেতাদের হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বাংলার পুলিশ

ভিন রাজ্য থেকে আসা দুই বিজেপি (BJP) নেতাকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কেশিয়াড়ি থানার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। রাজনৈতিক উদ্দেশ্যেই পুলিশের হেনস্থা বলে অভিযোগ বিজেপির।

Advertisements

 আসাম থেকে আসা দুই বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ। আসামের হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান সহ ২ জন বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ ঘিরে সরগরম বাংলা। মূলত ভোটপ্রচারের উদ্দেশ্যে আসাম থেকে বাংলায় এসেছিলেন হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান সহ ২ জন বিজেপি নেতা। এদিকে কেশিয়াড়ি থানায় নিয়ে গিয়ে ৯ থেকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের অভিযোগ।

   

বিজেপির আরও অভিযোগ, গতকাল মঙ্গলবার কেশিয়াড়িতে যে হোটেলে তাঁরা ছিলেন সেখানে তিন-তিনবার হানা দেয় পুলিশ। এরপর চতুর্থবার এসে সকলকে কেশিয়াড়ি থানায় তুলে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। লোকসভা ভোটের মুখে স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।  

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements