ষষ্ঠ দফার ভোটের মুখে কুপিয়ে খুন TMC নেতাকে, কাঠগড়ায় বিজেপি

ষষ্ঠ দফার লোকসভা ভোট শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে খুন হলেন এক তৃণমূল (TMC) নেতা। মহিষাদলে খুন হলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ঘটনাকে কেন্দ্র…

ষষ্ঠ দফার লোকসভা ভোট শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে খুন হলেন এক তৃণমূল (TMC) নেতা। মহিষাদলে খুন হলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাংলায়। তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।

মৃতের নাম শেখ মইবুল ( ৪২) বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি মহিষাদলের বেতকুন্ডুতে। অভিযোগের তীর বিজেপির দিকে। বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। গতকাল শুক্রবার বিকেলে বিজেপির নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে। এরপর রক্তাক্ত অবস্থায় মইবুলকে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুক রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয় গতরাতে।

   

Advertisements

এদিকে এহেন ঘটনায় এলাকায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে। যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নিজেদের গোষ্ঠী কোন্দলে ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যের পঞ্চম দফা পর্যন্ত অবাধ ও শান্তি পূর্ণ ভোট হলেও ষষ্ঠ দফা থেকে সংঘর্ষ, অগ্নি সংযোগ মৃত্যুর মতো ঘটনা ঘটে চলেছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News