HomeBharatPoliticsLoksabha Election 2024: উত্তপ্ত বালুরঘাট, ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সুকান্তের

Loksabha Election 2024: উত্তপ্ত বালুরঘাট, ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ সুকান্তের

- Advertisement -

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিকে ভোটগ্রহণ শুরু হতেই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

ভোট শুরু হতেই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করলেন সুকান্ত। আজ শুক্রবার তিনি জানালেন, ‘ভোট শুরু হতেই ভোটারদের বাধা, গঙ্গারামপুরের নাড়ুই বুথে এই ঘটনা ঘটেছে, সঠিকভাবে এরিয়া ডমিনেশন হয়নি, ইটাহারেও বেশ কয়েকটি জায়গায় ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। ‘ আজ দেশের ৮৮টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকে।

   

আজ বাংলার মূলত তিনটি আসনের দিকে সকলের নজর রয়েছে। এদিন দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট চলছে। সুরক্ষায় মোতায়েন রয়েছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ১৩ হাজার রাজ্য পুলিশ। সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ দার্জিলিঙে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোটকেন্দ্রগুলিকে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular