Loksabha Election 2024: চিটচিটে ঘামে দিলীপ-কীর্তির কোলাকুলি, একাধিক গ্রামে নীরবে বাম ভোট!

বেলা গড়াতেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের (Loksabha Election 2024) একাধিক এলাকা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের সংবাদ আসছে। দুই জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে এই লোকসভা কেন্দ্রটি…

বেলা গড়াতেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের (Loksabha Election 2024) একাধিক এলাকা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের সংবাদ আসছে। দুই জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে এই লোকসভা কেন্দ্রটি ঘিরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) রাজনৈতিক ভবিষ্যত ভোটারদের আঙুলে নাচছে। সকাল থেকে চড়া মেজাজে দিলীপ ঘোষ। তিনি বারবার তৃণমূলের বিরুদ্ধে ভোট বানচালের অভিযোগ করছেন। এমনই গরম আবহাওয়ায় দেখা গেল মজার দৃশ্য। দিলীপ ঘোষ জাপটে ধরলেন কীর্তি আজাদকে (Kirti Azad)। দুই প্রতিপক্ষ পুরো প্রচারপর্ব জুড়ে পরস্পরের বিরুদ্ধে গরম বাক্যবানে দেশ জুড়ে আলোড়ন ফেলেছিলেন। সোমবার দুজনেই গরমে ঘামে পরস্পর কোলাকুলি করে নিলেন।

Lok Sabha Election 2024: হইহই করে এগিয়ে মমতার বাংলা, সব রাজ্যেকে ফুৎকারে উড়িয়ে…

   

সৌজন্য সাক্ষাত বলেছেন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদ। অন্যতম স্পর্শকাতর অঞ্চল মন্তেশ্বরে দেখা হতেই দুজনেই কোলাকুলি করে নিলেন। তবে সাময়িক সেই সৌজন্যের পরেই মন্তেশ্বর থেকেই এল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ির উপর হামলার অভিযোগ। বিজেপির অভিযোগ, হামলা করে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। মন্তেশ্বরের তুল্ল্যা গ্ৰামে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ হয়। এবার কোলাকুলি দূরে ঠেলে দিলীপ ঘোষ অভিযোগ, বুথে বুথে এজেন্ট বসাতে বাধা দিচ্ছে তৃণমল।

Dilip Ghosh: রণক্ষেত্র মন্তেশ্বর, আক্রান্ত দিলীপ! কনভয়ের সামনে শুয়ে পড়লেন তৃণমূল সমর্থকরা, গাড়ি ভাঙচুর

তৃ়নমূল ও বিজেপিতে বিভক্ত ভোট আলোচনার মাঝে কলকাতা ২৪x৭ সরেজমিনে শুনল গলসি এলাকায় সিপিআইএমের নীরব ভোট করিয়ে নেওয়ার দাবি। গলসির সিপিআইএম কার্যালয়ে থাকা বাম নেতৃত্বের দাবি, তৃ়নমূলকে রুখে দিয়ে ভোটে অংশ নিয়েছেন এলাকার বাম ভোটাররা। নেতৃত্বের দাবি,গলসি সংলগ্ন গ্রামাঞ্চল থেকে জেলার সীমারেখা পার করে পশ্চিম বর্ধমানেও নীরব ভোটের স্ট্রাটেজি নেওয়া হয়। সেটি কার্যকরী হয়েছে।

পূর্ব ও পশ্চিম বর্ধমানে মিশে থাকা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে দুই জেলার গ্রামীণ এলাকায় বাম ভোট বেড়েছে গত পঞ্চায়েত নির্বাচনে। গ্রামাঞ্চলে তৃণমূল বনাম সিপিআইএমের সংঘর্ষ চলেছিল। ভোটের পর দেখা যায় বিজেপিকে পিছনে ফেলে বাম শিবির ফের উঠে এসেছে। সেই রেশ ধরে লোকসভা ভোটে এলাকা ভাগ করে ভোটে নেমেছে সিপিআইএম। যদিও শহরাঞ্চলে ভোটের হাওয়া তৃণমূল-বিজেপিতে বিভক্ত। ফলে গ্রামাঞ্চলে শক্তি দেখাতে মরিয়া বাম শিবির।

দিলীপ ও কীর্তির বাক যুদ্ধের মাঝে বাম-কংগ্রেস জোটের প্রার্থী সুকৃতি ঘোষাল পূরো প্রচার পর্বে নীরব ছিলেন। তিনি ভোটের দিন দুর্গাপুর শিল্পাঞ্চলেই বেশি সময় ছিলেন।