LokSabha Elections 2024: ঘাটালে বড় চমক, বাংলার ৩ আসনে প্রার্থী দিল কংগ্রেস

লোকসভা ভোটের আর মাত্র ১২ দিন বাকি থাকতে ফের একবার নতুন চমক দিল কংগ্রেস (Congress)। আর কংগ্রেস এই চমক দিল বাংলায়। পশ্চিমবঙ্গের তিন আসনে লোকসভা নির্বাচনের (LokSabha Elections 2024) জন্য কংগ্রেসের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হল।

তালিকা অনুজায়ই, বনগাঁ কেন্দ্র প্রদীপ বিশ্বাস, উলুবেরিয়ায় আজহার মল্লিক এবং ঘাটালে ডা পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী করল কংগ্রেস। 

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন