দ্বিতীয় দিফার লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে বাংলায় আজ মেগা সানডে। আজ রবিবার ছুটির দিনে একের পর এক সভা করবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। এই দুই কেন্দ্রীয় মন্ত্রী হলেন রাজনাথ সিং (Rajnath Singh) এবং অমিত শাহ । আজ দার্জিলিং-এর বিজেপি প্রার্থী রাজু বিস্তের সমর্থনে সভা করবেন অমিত শাহ (Amit Shah)।
এদিন দার্জিলিং-এর গোর্খা স্টেডিয়ামে জনসভায় বক্তব্য পেশ করবেন অমিত শাহ বলে খবর। এই প্রসঙ্গে আজ অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে জানান, ‘গোটা দেশের মানুষ ফের মোদীজিকে নির্বাচিত করতে আগ্রহী। দার্জিলিং, কাটিহার ও শিলচর লোকসভা কেন্দ্রের ভাই-বোনেদের সঙ্গে নির্ধারিত কর্মসূচিতে দেখা করার জন্য উদগ্রীব।’
বাংলায় তিনটি সভা করবেন রাজনাথ সিং। রাজনাথ সিং-এর টুইটার হ্যান্ডেল অনুযায়ী, প্রথম জনসভা আজ মুর্শিদাবাদ, দ্বিতীয় সভা মালদা উত্তর এবং তৃতীয় জনসভা দার্জিলিং-এ করবেন।
रक्षा मंत्री श्री @rajnathsingh का कल, 21 अप्रैल, का पश्चिम बंगाल में चुनावी कार्यक्रम। pic.twitter.com/PHfjv0CNZN
— Rajnathsingh_in (@RajnathSingh_in) April 20, 2024
People across the nation are keen to re-elect Modi Ji. Eager to meet my brothers and sisters in Darjeeling, Katihar, and Silchar Lok Sabha constituencies at scheduled programmes. https://t.co/h3Yc4v4VxD
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) April 21, 2024