Loksabha Election 2024: ভোটের আগে বাংলায় সুপার সানডে, একই দিনে অমিত-রাজনাথের জনসভা

Rajnath Singh Chairs All-Party Meeting on 'Operation Sindoor' Amid PM Modi's Absence

দ্বিতীয় দিফার লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে বাংলায় আজ মেগা সানডে। আজ রবিবার ছুটির দিনে একের পর এক সভা করবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। এই দুই কেন্দ্রীয় মন্ত্রী হলেন রাজনাথ সিং (Rajnath Singh) এবং অমিত শাহ । আজ দার্জিলিং-এর বিজেপি প্রার্থী রাজু বিস্তের সমর্থনে সভা করবেন অমিত শাহ (Amit Shah)।

এদিন দার্জিলিং-এর গোর্খা স্টেডিয়ামে জনসভায় বক্তব্য পেশ করবেন অমিত শাহ বলে খবর। এই প্রসঙ্গে আজ অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে জানান, ‘গোটা দেশের মানুষ ফের মোদীজিকে নির্বাচিত করতে আগ্রহী। দার্জিলিং, কাটিহার ও শিলচর লোকসভা কেন্দ্রের ভাই-বোনেদের সঙ্গে নির্ধারিত কর্মসূচিতে দেখা করার জন্য উদগ্রীব।’

   

বাংলায় তিনটি সভা করবেন রাজনাথ সিং। রাজনাথ সিং-এর টুইটার হ্যান্ডেল অনুযায়ী, প্রথম জনসভা আজ মুর্শিদাবাদ, দ্বিতীয় সভা মালদা উত্তর এবং তৃতীয় জনসভা দার্জিলিং-এ করবেন। 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন