লোকসভা ভোটের (Loksabha Eelction 2024) আর হাতেগোনা কয়েকদিন বাকি থাকতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভোটের আগে, স্বরাষ্ট্র মন্ত্রক অঞ্চল আধিপত্য, এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গে অতিরিক্ত ২৭ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এর আগে রাজ্যে অত্যাধুনিক ব্যবস্থা হিসেবে সিএপিএফের ১৫০ কোম্পানি মোতায়েন করা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ২৭ কোম্পানি অতিরিক্ত সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সুরক্ষা নিশ্চিত করা এবং শান্তি বজায় রাখার গুরুত্বকে তুলে ধরে। এই মোতায়েনের লক্ষ্য এলাকার আধিপত্য বাড়ানো, ভোটারদের মধ্যে আস্থা তৈরি করা এবং রাজ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার সুবিধার্থে।
Ahead of Lok Sabha elections, Ministry of Home Affairs has decided to deploy 27 additional companies of Central Armed Police Forces (CAPFs) in West Bengal by April 1 for area domination, confidence building measures and ensure to conduct free, fair and peaceful polls. Earlier,…
— ANI (@ANI) March 24, 2024