বনধের জেরে শিয়ালদহ ডিভিশনে ব্যাহত ট্রেন চলাচল, মাথায় হাত যাত্রীদের

বিজেপির ডাকা বনধের জেরে সবথেকে বেশি প্রভাব পড়ল ট্রেন পরিষেবার (Train Service) ওপর। বেশ কিছু জায়গায় থমকে গিয়েছে ট্রেনের চাকা। এদিকে সপ্তাহের তৃতীয় কর্মব্যস্ত দিনে…

বিজেপির ডাকা বনধের জেরে সবথেকে বেশি প্রভাব পড়ল ট্রেন পরিষেবার (Train Service) ওপর। বেশ কিছু জায়গায় থমকে গিয়েছে ট্রেনের চাকা। এদিকে সপ্তাহের তৃতীয় কর্মব্যস্ত দিনে রাস্তায় বেরিয়ে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হল সকলকে।

এই বনধের জেরে সবথেকে প্রভাবিত হয়েছে শিয়ালদহ ডিভিশন। আজ এই শিয়ালহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। এক কথায় শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নামখানা লাইনে ওভারহেড তারে কলাপাতা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মকর্তারা। এহেন অবস্থায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

   

এদিকে বিজেপির বিরুদ্ধে পাল্টা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। উত্তর ২৪ পরগনা বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের কর্মীদের। পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। ছাত্র আন্দোলন চলাকালীন কলকাতা ও হাওড়ায় হট্টগোলের পর বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল থেকেই রেললাইন অবরোধ করেন বিজেপি কর্মীরা।

পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বনধকে অবৈধ আখ্যা দিলেও সকাল থেকেই বাংলার বনধের প্রভাব দেখা যাচ্ছে। কলকাতার রাস্তাঘাট শুনশান। বিজেপি নেতা অগ্নিমিত্রা পল এদিন ভোরে রাস্তায় নেমেছিলেন বনধ খতিয়ে দেখতে। বলেন, ‘এসব মানুষ মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে।’

বিজেপি নেতারা বলছেন, ‘মঙ্গলবার ছাত্র সমাজের আন্দোলন দমনে পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও জলকামান নিক্ষেপের সমালোচনা করেন তিনি। এঁরা রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। নারীরা প্রতিবাদ করলে তাদের ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’