ফের জেলা সফরে মমতা, উচ্চমাধ্যমিকের জন্য বাতিল হবে না তো?

কলকাতা: জানুয়ারির শেষে উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷ চলতি মাসের শুরুতে তাঁর বাঁকুড়া ও পুরুলিয়ায় যাওয়ার কথা ছিল৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ায়…

Mamata Banerjee Is Going To Delhi to Meet PM Modi

কলকাতা: জানুয়ারির শেষে উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷ চলতি মাসের শুরুতে তাঁর বাঁকুড়া ও পুরুলিয়ায় যাওয়ার কথা ছিল৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় তৃণমূল সুপ্রিমো নিজে সেই সভা বাতিল করেন৷ পশ্চিমের জেলাগুলিতে ফের তিনি কবে সভা করবেন তা জানা যায়নি৷ তবে এবার মুখ্যমন্ত্রীর নজরে হুগলি ও বীরভূম৷

নবান্ন সূত্রে খবর, আগামী ১২ ফেব্রুয়ারি হুগলি জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হুগলি জেলার আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ পাশাপাশি ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বীরভূম জেলাতেও যেতে পারেন তিনি৷ বীরভূমে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান কর্মসূচিতে যোগদানের পাশাপাশি রোড শো-ও করতে পারেন মুখ্যমন্ত্রী৷

   

মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের কথা প্রকাশ্যে আসার পর উঠছে একাধিক প্রশ্ন৷ উচ্চমাধ্যমিকের জন্য ফের সফর বাতিল হবে না তো? কারণ বাঁকুড়া-পুরুলিয়ার সফর তিনি বাতিল করেছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য৷ তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে৷ তাই পরীক্ষার কারণে ফের তিনি সফর বাতিল করতে পারেন বলে আশঙ্কা রাজনৈতিক মহলের৷

প্রসঙ্গত, দিল্লি সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একদম শেষ মূহুর্তে নবান্নে সূত্রে জানা যায় তৃণমূল সুপ্রিমো ‘এক দেশ এক ভোট’ বৈঠকে যোগ দেবেন না৷ মঙ্গলবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি বৈঠক ছিল৷ কিন্তু কেন তিনি নিজে এই সফর বাতিল করেছিলেন৷ কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট রয়েছে৷ রাজ্য বাজেটকে সামনে রেখে প্রচুর কাজ রয়েছে৷ মাঝে সময় একেবারেই নেই৷ সেই কারণেই দিল্লির বৈঠকে তিনি যোগ দিতে যেতে পারছেন না৷ তবে তিনি না গেলেও এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷