শনিবার সকাল সকাল ভোট (Suvendu Adhikari) দিয়েই তৃণমূলের ফলাফল নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূল হেরে ভূত হয়ে যাবে। এমনটাই দাবি করেছেন তিনি। একই সঙ্গে ষষ্ঠ দফায় রাজ্যের যে ৮টি আসনে ভোট হবে, সেগুলির একটিতেও তৃণমূল জিততে পারবে না বলে দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক।
শুভেন্দু বলেন, তৃণমূলকে সাফ করে দিয়েছি। নন্দীগ্রামে ২০০-র বেশি বুথে তৃণমূল এজেন্টই দিতে পারেনি। গত কয়েকদিন ধরে ওরা পুলিশ দিয়ে সন্ত্রাস চালাচ্ছিল। বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। আমরা এজেন্টদের অন্য জায়গায় রেখেছিলাম। আজকে যেভাবে ভোট হচ্ছে তাতে আমি ১০০ শতাংশ খুশি নয়। তবে ৯০ শতাংশ খুশি।
নন্দীগ্রামের লিড নিয়েও মুখ খোলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, আমরা নন্দীগ্রাম থেকে অভিজিৎবাবুকে বিরাট ভোটের মার্জিন দিতে পারব। ২ নম্বর ব্লকে ১৮ থেকে ২০ হাজার লিড থাকবে। ১ নম্বর ব্লকে লিড কিছুটা কম থাকবে। তাও আশা করছি, ৫ থেকে ১০ হাজারের লিড দিতে পারব। সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটি পঞ্চায়েতে তৃণমূলের এজেন্ট নেই বলে দাবি করেন তিনি।
Nandigram: মুসলিম ভোটারদের ভোট দিতে বাধা বিজেপির! চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামে
এদিকে নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের সোশাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল যুবনেতার কথায়, আমরা বিশ্বাস করি, টুকলি করে পাস করা যায়, কিন্তু ফার্স্ট হওয়া যায় না। মানুষ নিজের ভোট নিজে দিলে, ৪ জুন তমলুকের মাটিতে খেলা হবে। শুভেন্দুবাবু বৃথা চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।
আজ, শনিবার ষষ্ঠ দফায় বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে ভোট হচ্ছে। কেন্দ্রগুলি হল – মেদিনীপুর, ঘাটাল, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারসংখ্যা ১ কোটি ৪৫ লক্ষের বেশি। বুথের সংখ্যা – ১৫,৬০০। এর মধ্যে ২,৬৭৮টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
Suvendu Adhikari: মুখ পুড়ল মমতার পুলিশের! ভোটের মধ্যেই বড় জয় শুভেন্দুর
ভোটে ৯ জন সাধারণ পর্যবেক্ষক এবং ৫ জন পুলিশ পর্যবেক্ষক রয়েছেন। ষষ্ঠ দফায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই রয়েছে – ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের ২৯,৪৬৮ জন কর্মীও আজ দায়িত্বে রয়েছেন। প্রতি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
Prashant Kishor: মোদী ফের ক্ষমতায় ফিরলেই ৪ বড় বদলের ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের
রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম রয়েছে এই দফায়। ৬ জেলার ৮টি কেন্দ্রের জন্য মোট ৮৯২টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জন্য ২১৩, পূর্ব মেদিনীপুরের জন্য ২৩২, বাঁকুড়ার জন্য ১৭৩, ঝাড়গ্রামের জন্য ১২৮, পুরুলিয়ার জন্য ১৩২ এবং পূর্ব বর্ধমানের জন্য ১৪টি টিম রাখা হয়েছে। রাজ্যে ৮ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৯ জন প্রার্থী।