Jalpaiguri: চা বাগানে মহিলার দেহ উদ্ধার, খুনি ‘মানুষখেকো’ বন্য কুকুর নাকি চিতা?

খুবলে খাওয়া মহিলার দেহ। সেই দেহ দেখে জলপাইগুড়ির (Jalpaiguri) দলগাঁও চা বাগানে তীব্র আতঙ্কিত। ছড়িয়েছে মানুষখেকো চিতার আতঙ্ক। ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে পুলিশেরও…

Jalpaiguri: চা বাগানে মহিলার দেহ উদ্ধার, খুনি 'মানুষখেকো' বন্য কুকুর নাকি চিতা?

খুবলে খাওয়া মহিলার দেহ। সেই দেহ দেখে জলপাইগুড়ির (Jalpaiguri) দলগাঁও চা বাগানে তীব্র আতঙ্কিত। ছড়িয়েছে মানুষখেকো চিতার আতঙ্ক। ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে পুলিশেরও তোমনই অনুমান। জেলা বন দপ্তরের কর্মীরা মনে করছে, চিতার কামড়ে মহিলার মৃত্যু হতে পারে। আবার বন্য কুকুরের আক্রমণেও এমনটা ঘটে থাকতে পারে।

দলগাঁওয়ের রেঞ্জ অফিসার ধনঞ্জয় রায় বলেন, ‘দেহটি চিতায় খেয়েছে কিনা জানি না। ময়নাতদন্তের পর জানা যাবে।’ জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও বিকাশ ভি বলেন চিতাবাঘই হাটহাজারী সেটা ময়নাতদন্ত না হলে বলা মুশকিল। কারণ কুকুরও সেটি খুবলে খেতে পারে।

   

দলগাঁও চা বাগানে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন পুলিশকে জটেশ্বর ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জটেশ্বর ফাঁড়ির ওসি অমিত শর্মা বলেন, একটি ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত করা হবে। এখনও তাঁর পরিচয় জানা যায়নি।

Advertisements

স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই মহিলা এলাকায় অপরিচিত। যতিনি কোথা থেকে এসেছেন তাও জানা নেই। ওই মহিলার হাত-পা খাবলানোর চিহ্ন স্পষ্ট। পুলিশের অনুমান, প্রায় ১২ ঘণ্টা আগে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। সম্ভবত সোমবার মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন, দু’দিন আগেই দলগাঁও চা বাগানে শুয়োর মেরেছিল চিতাবাঘ। কয়েকদিন ধরেই এলাকায় চিতাবাঘের আতঙ্কিত।