মমতার ধনধান্য বৈঠকের পরেই অভিষেকের বিস্ফোরক ট্যুইট

mamata-abhishek

আজ সকালেই ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। ‘চিকিৎসার আরেক নাম সেবা’ বৈঠকটিতে ছিল একের পর এক চমক। দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইন্টার্ন, হাউজস্টাফ এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের বেতন ১০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি, রাজ্য সরকার সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার টাকা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

এর ফলে, ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন ৬৫ হাজার থেকে বেড়ে ৮০ হাজার, পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭০ হাজার থেকে বেড়ে ৮৫ হাজার এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকা হবে। এমনকি প্রাইভেট প্রাকটিসের দূরত্ব বাড়িয়ে ২০ কিলোমিটার থেকে ৩০ কিলোমিটার ও করেছেন তিনি। শুধু তাই নয় মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র ডাক্তাদের উপর থেকে তুলে নিয়েছেন সাসপেনশন।

   

তবে এসবের মধ্যে ‘সেনাপতি’ অভিষেক বন্দোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে পরিষ্কার জানিয়েছেন “সেবা সবসময় নিঃস্বার্থ তার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই এবং মা মাটি মানুষের সরকার নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছে”। অবশ্য একথা তিনি লিখেছেন তার ডায়মন্ডহারবার কেন্দ্রে তৈরী করা সেবাশ্রয় কে ট্যাগ করে। এছাড়াও তিনি তুলে এনেছেন স্ট্যাটিসটিক্স যা বলছে এ পর্যন্ত ৭,৮৪,৫৬০ রোগী এ পর্যন্ত চিকিৎসা পেয়েছেন এই স্বাস্থকেন্দ্রে। এক দিনে প্রায় ১৩,১০৩ রোগী চিকিৎসা পেয়েছেন একথাও তিনি উল্লেখ করেছেন। বজ বজে ৪২ টি ক্যাম্প রয়েছে যার মাদ্ধমে এই নিঃস্বার্থ সেবা চলছে।

অভিষেক বন্দোপাধ্যায়ের সমাজ মাদ্ধমের পোস্ট নিয়ে জল্পনার শেষ নেই। তবে আজকের ধনধান্য বৈঠকের পরেই সন্ধে বেলা কেন তার এরকম ট্যুইট তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে যখন দলের সুপ্রিমো মহানগরের বৈঠকে ব্যস্ত তখন আরেক দিকে সেবাশ্রয় কে ট্যাগ করে অভিষেক বন্দোপাধ্যারের এই পোস্ট কিসের বার্তা। কিছুদিন আগেই মমতা জানিয়েছিলেন তিনিই দলের শেষ কথা এবং দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনিই নেবেন। আজকের ধনধান্য বৈঠকের দিকে নজর ছিল বঙ্গবাসীর কিন্তু তা নিয়ে কোনো উচ্চবাচ্চ না করে তিনি কেন সেবাশ্রয় কে ট্যাগ করে ট্যুইট করলেন তা নিয়ে রাজনৈতিক গুঞ্জন এখন তুঙ্গে। তবে তিনি লক্ষীর ভান্ডার , কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী র সুবিধার কথা উল্লেখ করে বলেছেন মা মাটি মানুষের সরকারের এই প্রয়াস নিঃস্বার্থ ভোট যেখানেই পড়ুক সেবার কোনো ভেদাভেদ নেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements