মমতার পর সৌগত, দুর্গাপুর গণধর্ষণ কান্ডে ‘বিস্ফোরক’ মন্তব্যে বিতর্কের আগুনে ঘৃতাহুতি!

কলকাতা: মেয়েদের রাতে বেরনো উচিৎ নয়! রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় সমগ্র দেশ। দুর্গাপুর গণধর্ষণ কান্ডে (Durgapur gangrape case) রবিবার মমতার (Mamata Banerjee) মন্তব্যের পর তুমুল বিতর্কের মাঝেই এবার ফের মহিলাদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

Advertisements

বললেন, “পুলিশ প্রত্যেক ইঞ্চিতে নিরাপত্তা দিতে পারবে না। তাই মহিলাদের বেশি রাতে বাইরে বেরনো উচিৎ নয়”। সেইসঙ্গে তাঁর দাবী, “বাংলায় এ ধরণের ঘটনা বিরল। অন্য যেকোনো রাজ্যের তুলনায় বাংলায় নারীদের নিরাপত্তা অনেক ভালো। কিন্তু পুলিশের পক্ষে সর্বত্র টহল দেওয়া সম্ভব নয়। তাই বেশি রাতে মহিলাদের কলেজ থেকে বের হওয়া উচিত নয়। তাঁদের সতর্ক হওয়া উচিৎ”।

প্রসঙ্গত, শুক্রবার রাতে দুর্গাপুরের (Durgapur) শোভাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের পড়ুয়া চিকিৎসক গণধর্ষণের শিকার হন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ওইদিন সন্ধ্যে ৮ টা নাগাদ সঙ্গীর সঙ্গে খাবার খেতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন তিনি।

ওড়িশা থেকে আগত ওই নির্যাতিতা পড়ুয়ার বাবা জানান, “আমার মেয়ে তাঁর ক্লাসমেটের সঙ্গে সন্ধ্যা ৮ টা নাগাদ ক্যাম্পাসের বাইরে ফুচকা খেতে বেরিয়েছিল। তখন ৩-৪ জন ছেলে এসে তাঁকে ঘিরে ধরে। মেয়েকে একা ফেলে সেখান থেকে পালায় তাঁর সঙ্গী”। এরপর ওই ছাত্রীকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার সঙ্গীকেও তদন্তের আওতায় রাখা হয়েছে।

শাসকদলের বিরুদ্ধে বিজেপির তোপ

শনিবার রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে সরব হয় বিজেপি (BJP)। এই আবহে রবিবার বেসরকারি কলেজ ও নির্যাতিতার ঘাড়ে কার্যত দোষ চাপিয়ে বিতর্কের আগুনে ঘি ঢালেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “আমি শুনেছি রাত ১২.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে। অত রাতে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল কীভাবে? বিশেষ করে মেয়েদের নিজেদের রক্ষা করা উচিৎ।”

এরপর তিনি বলেন, বিভিন্ন রাজ্য থেকে যেসব ছেলেমেয়েরা পড়তে আসেন, আমি তাঁদের অনুরোধ করব রাতের বেলা বাইরে না বেরতে। পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না”। মমতার এই মন্তব্যে কটাক্ষের ঝড় তুলে দিয়েছে বিজেপি। ‘মিথ্যে বলছেন মমতা’, বলে তোপ দাগেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

শুভেন্দু অধিকারী এক্সে লেখেন, “নির্যাতিতাকে দোষারোপ করা আপনার নীতিতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের অস্তিত্বহীন আইন-শৃঙ্খলা থেকে মানুষের মনোযোগ সরাতে মহিলাদের বেদনাদায়ক অভিজ্ঞতা এবং নির্যাতনের জন্য তাঁদেরকেই দোষারোপ করা হচ্ছে।” পাশাপাশি, “পশ্চিমবঙ্গ ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে” বলে তোপ দাগেন সুকান্ত মজুমদার।