রেমালের ধাক্কা সামলে চালু পরিষেবা, ছুটছে ট্রেন, উড়ছে উড়ান

রে-রে করে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। তবে দুর্যোগ এড়াতে বিমান, রেল পরিষেবা আগেই বন্ধ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু, রবিবার রাতে ঝড়, বৃষ্টির দাপটে একাধিক জায়গায় রেল…

after dealing with cyclone remal impact train service on sealdah south section is almost normal and flight service on from kolkata airport

রে-রে করে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। তবে দুর্যোগ এড়াতে বিমান, রেল পরিষেবা আগেই বন্ধ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু, রবিবার রাতে ঝড়, বৃষ্টির দাপটে একাধিক জায়গায় রেল ট্র্যাকে গাছ পড়ে যায়। ফলে সোমবার সকাল তেকেই মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যবহত হয়। শিয়ালদহ লাইনের ওই শাখায় সকাল থেকে কোনও ট্রেন চলাচল করছিল না। এদিন সকাল ন’টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ছিল পরিষেবা। পরিস্থিতি সামলে অবশেষে শিয়ালদহ দক্ষিণ শাখায় শুরু হল পরিষেবা। ফলে স্বস্তির নিশ্বাস ফেলছেন যাত্রীরা।

অন্যদিকে, রবিবার বেলা ১২টা থেকে বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরের পরিষেবা। সোমবার সকাল ৯ টা থেকে ফের কলকাতা বিমানবন্দর থেকে বিমান চালু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮টায় কলকাতা থেকে চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া।

   

রেমালের দাপুটে ইনিংসে বেসামাল বাংলা, দুর্যোগ থেকে নিস্তার কবে?

এদিকে, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল ঢুকে পড়েছে। ওই অংশের স্টেশনের একাংশ এবং পুরো ট্র্যাকটাই জলের তলায়। ফলে সোমবার সকাল থেকেই ব্যাহত কলকাতা উত্তর-দক্ষিণ রুটে মেট্রো পরিষেবা।

কাঁথির স্ট্রংরুমে বিজেপির এজেন্ট! ইভিএমের সুরক্ষা নিয়ে বিরাট প্রশ্ন

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, সোমবার কলকাতায় বৃষ্টি চলবে। পাশাপাশি ভিজবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমও। এইসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ের গতি থাকতে ঘণ্টায় প্রায ৬০ কিলোমিটার।

তবে, মঙ্গলবার থেকে দুর্যোগ কেটে যেতে পারে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার বিকেলের পর থেকেই বৃষ্টি কমবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তেমনভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।