BJP: সুকান্তর ডিসিপ্লিন বার্তা উড়িয়ে নদিয়ায় হুড়মুড়িয়ে পদত্যাগ, লাইনে বাঁকুড়া, হুগলি

Sukanta majumdar

দলের শৃঙ্খলা রক্ষা নিয়ে সুকাম্ত মজুমদার বার্তা দেওয়ার পরই হুড়মুড়িয়ে পদত্যাগ শুরু হয়ে গেল। নদিয়া থেকে চিঠির পর চিঠি আসছে বিজেপি (BJP) রাজ্য দফতরে। ইমেল করে ক্ষোভ বিক্ষোভ উগরে দিচ্ছেন নেতারা। সবক্ষেত্রেই দলীয় নেতাদের দায়ি করা হচ্ছে।

আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনে পরাজয়ের পর প্রথম ধাক্কা আসে মুর্শিদাবাদ থেকে। বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ দলের সাংগঠনিক পদ ত্যাগ করার চিঠিতে নেতাদের উপর ক্ষোভ ঝেড়েছেন।

   

পরিস্থিতি সামাল দিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এভাবে ক্ষোভ না দেখিয়ে ডিসিপ্লিন মানুন। এর পর পরই জেলায় জেলায় শুরু হয় রাজ্য নেতৃত্বকে নিয়ে ডিসিপ্লিন কটাক্ষ।

মুর্শিদাবাদের পর । নদিয়া জেলা বিজেপিতে শুরু হলো পদত্যাগ পর্ব। জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাজ্য নেতৃত্বের কাছে ইস্তফাপত্র পাঠালেন নেতারা। তাদের অভিযোগ, বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস কাজ করতে দিচ্ছেন না। সেই কারণে এদিন তিনজন সাধারণ সম্পাদক এবং তিনজন সম্পাদক ও চারজন সহ সভাপতি পদত্যাগপত্র পাঠিয়েছেন রাজ্য দফতরে।

জানা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে পদত্যাগের বন্যা আসতে চলেছে। তেমনই দক্ষিণবঙ্গের হুগলি ও বাঁকুড়া থেকেও সাংগঠনিক পদ ছাড়ার পথে ঝাঁক ঝাঁক নেতা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন