ভাইফোঁটার পর ফের বৃষ্টির পূর্বাভাস

west bengal rain forecast 15

কলকাতা: ভাইফোঁটার আনন্দ শেষ হতেই ফের আবহাওয়ায় বদলের (weather forecast) আভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপই এই পরিবর্তনের মূল কারণ বলে জানিয়েছেন হাওয়া অফিসের কর্তারা।

Advertisements

২৪ অক্টোবর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার, রবিবার এবং সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়াতেও বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২৫ অক্টোবর থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে, যা ধীরে ধীরে বাড়বে।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে গঠিত নিম্নচাপটি আজই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগোবে। বুধবার নাগাদ নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর কেন্দ্র থাকবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগে, যা পরে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

তবে ভাইফোঁটা পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। দিনে থাকবে রোদঝলমলে আবহাওয়া, রাতে সামান্য ঠান্ডা ভাব অনুভূত হতে পারে। কিন্তু সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে হাওয়ার দিক পরিবর্তন হবে—দক্ষিণ-পশ্চিম দিক থেকে আর্দ্র বাতাস ঢুকতে শুরু করবে, যার ফলে ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।