৫৪ বছর বাম শাসনের অবসান, পত পত করে উড়ল জোড়াফুলের পতাকা

৫৪ বছরের বাম শাসনের অবসান। পত পত করে উড়ল জোড়াফুলের (TMC) পতাকা। হাওড়া জেলার ডোমজুড় ব্লকের মাকড়দহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ৫৪ বছরের বাম…

৫৪ বছরের বাম শাসনের অবসান। পত পত করে উড়ল জোড়াফুলের (TMC) পতাকা। হাওড়া জেলার ডোমজুড় ব্লকের মাকড়দহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ৫৪ বছরের বাম শাসনের পতন ঘটেছে। ক্ষমতা দখল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। সমিতি দখলে আসতেই উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা।

মাকড়দহ অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই সমিতির পরিচালন কমিটিতে রয়েছে মোট ৬৮টি আসন। সবকটি আসনে ভোটের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তৃণমূল নির্ধারিত তারিখের মধ্যে সবকটি আসনে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে বামেরা ২৮টি আসনের জন্য মনোনয়ন পত্র তোলে।

   

মনোনয়নপত্র তোলা বিষয়েও তারা রাজ্যের শাসকদলের চেয়ে কয়েক যোজন পিছিয়ে ছিল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল, ২৮টি আসনের জন্য মনোনয়ন তুললেও একটি আসনেও তা জমা দেয়নি তারা। ফলে, তৃণমূলের দখলে গিয়েছে সমবায়ের পরিচালন সমিতি। আনুষ্ঠানিক ভাবে সে-কথা জানিয়েও দেওয়া হয়েছে।

উপনির্বাচনের পরদিন আচমকা বেড়ে গেল বাংলার ৪ কেন্দ্রে ভোটদানের হার!

৫৪ বছর পর সমবায় দখল করে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। এই জয় ‘মানুষের জয়’ বলে ব্যাখ্যা করেন তৃণমূল নেতারা। ফল ঘোষণার পরই আনন্দে মেতে ওঠেন তাঁরা। সবুজ আবিরে রাঙিয়ে দেন একে অপরকে। সিপিএমের জেলা সম্পাদক দিলীপ ঘোষ এই জয়কে কটাক্ষ করে বলেন, গণতন্ত্রকে টুঁটি টিপে হত্যা করা হয়েছে।

ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ জানিয়েছেন, বহু বছর ধরে এটি বামেদের দখল ছিল। একটা সময় সমবায়টি লাভজনক থাকলেও বর্তমানে দেউলিয়া হয়ে গিয়েছে। সমবায়ের হৃতগৌরব ফিরিয়ে আনায় আমাদের মূল উদ্দেশ্য। প্রয়োজনে কৃষি দফতর সহ অন্যান্য স্তর থেকে সহযোগিতা নেওয়া হবে।

রাজ্যে কমবে ডাক্তারি পড়ার আসন? মেডিক্যাল কলেজগুলিকে এনএমসি-র কড়া হুঁশিয়ারিতে শঙ্কা