Matigara Army Camp Arrest: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর থেকে তলানিতে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক। সীমান্তে বাড়ছে উত্তেজনা, রয়েছে কড়া নজরদারি। ভারতের প্রত্যাঘাতের হয়ে আতঙ্কিত পাকিস্তান। এই আবহে প্রায় প্রতিদিনই পাকিস্তান সেনা নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গোলাগুলি ছুড়ছে।
এই পরিস্থিতির মধ্যে শিলিগুড়ির কাছে মাটিগাড়ায় সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করেন এক আফগান যুবক। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাঁকে। সেনাবাহিনী ধৃত ওই যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে। আজ তাঁকে তোলা হবে শিলিগুড়ি আদালতে।
মাটিগাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন ধৃত ওই আফগান যুবক। সুদের কারবার তার। জানা গিয়েছে আজ শনিবার ভারতীয় সেনার ৩৩ কর্পসের ক্যাম্পে ঢোকার চেষ্টা করেন তিনি। নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা জওয়ানরা তখনই তাঁকে গ্রেফতার করে। এরপরই শুরু হয়ে জিজ্ঞাসাবাদ।
জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে যুবকের পরিবার আফগানিস্তানেই রয়েছে৷ তিনি গত কয়েক বছর ধরে অসমের চিরাং জেলায় থাকতেন। পুলিশ তাঁর থেকে অসমের ঠিকানা সহ পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোবাইলের সিম উদ্ধার করেছে।
পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা বেড়েছে ভারতের। ফলে সেনা ছাউনিগুলিতে বাড়তি সতর্কতা রয়েছে। এদিন যুবকের গতবধি সন্দেহজনক দেখেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সেনা জওয়ানরা৷ কেন বা কী উদ্দেশ্যে ওই যুবক সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷