দিঘা প্রায় সকল ভ্রমণপ্রিয় বাঙালির কাছেই প্রিয়। বহু সংখ্যাক পর্যটক আসে দিঘায়। এবার বর্ষার আগে দিঘাকে আরও আকর্ষণীয় করতে চায় প্রশাসন। এবার দিঘার গেট থেকে মেরিন ড্রাইভ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগী হয়েছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সাজিয়ে তোলা হচ্ছে দিঘার মেরিন ড্রাইভ। একমাত্র লক্ষ্য পর্যটকদের আকর্ষণ করা।
Advertisements
এছাড়াও, দিঘায় প্রবেশপথ ‘গেট’ সংলগ্ন এলাকায় বাগানও তৈরি করছে প্রশাসন। জানা গিয়েছে, দিঘাকে আরও সুন্দর করে তুলতে অনেক কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যেই, দিঘা-শঙ্করপুর এলাকায় মেরিন ড্রাইভের ধারে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য এবং নানা জনমুখী প্রকল্প মডেল হিসেবে তুলে ধরা হয়েছে।