হালে পানি না পেয়ে দল বদল করবেন গান্ধী! মুখ খুললেন অধীর

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এখনও পর্যন্ত ৪০২ জন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যদিও লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের পিলিভিট আসন থেকে বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি।…

Adhir Ranjan Chowdhury

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য এখনও পর্যন্ত ৪০২ জন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যদিও লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের পিলিভিট আসন থেকে বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি। আর এই নিয়ে ব্যাপক জলঘোলা শুরু হয়েছে। অন্য কোনও দলে যাবেন কি? সেই নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তবে এবার এই নিয়ে এবার বড় মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ওঁর কংগ্রেসে আসা উচিত। আমরা খুশি হব। তিনি একজন শিক্ষিত মানুষ। তার একটা ক্লিন ইমেজ আছে। গান্ধী পরিবারের আত্মীয় বলে বিজেপি বরুণ গান্ধীকে টিকিট দেয়নি। আমার মনে হয় ওঁর কংগ্রেসে আসা উচিত।‘

   

২০১৯ সালে পিলিভিট থেকে নির্বাচনে জিতেছিলেন বরুণ। এর আগে তিনি সুলতানপুরের সাংসদ ছিলেন। বরুণের মা মানেকা গান্ধীও দীর্ঘদিন পিলিভিটের প্রতিনিধিত্ব করেছেন। এখন দল বরুণের জায়গায় জিতিন প্রসাদকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। প্রসাদ যোগী আদিত্যনাথ সরকারের গণপূর্ত বিভাগের মন্ত্রী। এর আগে তিনি ২০০৪ সালের লোকসভা নির্বাচনে শাহজাহানপুর থেকে এবং ২০০৯ সালে ধৌরহরা (লখিমপুর খেরি জেলা) লোকসভা আসন থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। তিনি দু’বার কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। 

Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News