‘কীকরে চুপ করব?’ প্রশ্ন ‘অপমানিত’ অধীরের! চ্যালেঞ্জ কংগ্রেসের দিল্লি নেতৃত্বকে

হাই কমান্ড যারপরনাই তৃণমূলের প্রতি নরম! কিছুতেই আমল পাচ্ছে না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধিরীর পরামর্শ। তাই অধীরের মনে ক্ষোভ প্রচুর। অভিমানের পাহাড়। এ সব…

Adhir Chowdhury challenged Congress High Command for showing soft attitude towards TMC

হাই কমান্ড যারপরনাই তৃণমূলের প্রতি নরম! কিছুতেই আমল পাচ্ছে না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধিরীর পরামর্শ। তাই অধীরের মনে ক্ষোভ প্রচুর। অভিমানের পাহাড়। এ সব আর আর সহ্য করতে পারছন না বহরমপুরের প্রাক্তন সাংসদ। এবার তাই হাই কমান্ডের বিরুদ্ধেই কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন অধীররঞ্জন চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যায় সোশাল মিডিয়া পোস্টে নিজের রাগের কথা উগরে দেন অধীর। লেখেন বিস্তারিত। সাফ বলে দেন, ‘অন্যায়ের সাথে আপোষ করতে শিখিনি, করবোও না।’

   

কী লিখেছেন অধীর চৌধুরী?

কংগ্রেস কর্মীদের প্রতি তৃণমূলের অত্যাচারের অভিযোগে সরব হতে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে। এ দিনও সে কথাই তুলে ধরে হাই কমান্ডের কাছে বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

ফেসবুকে অধীর লেখেন, ‘আমাদের লোকদের মারছে, যে কর্মীরা রাতদিন তৃণমূলের হাতে মার খেলো, খাচ্ছে, তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে? শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন! ওরা তো ‘ইন্ডিয়া’ জোটে সামিল হয়ে আমাদের ওপর অত্যাচার বন্ধ করেনি ! তৃণমূল তো এ রাজ্যের শাসক দল, তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোনোরকম রেহাই দিয়েছে? আজও জেলে বন্দি আমাদের কর্মী, মিথ্যা মামলায় জর্জরিত,আমাদের পার্টি অফিস দখল করেছে, করছে, বিরাম নেই তো!’

বাংলায় বিরাট বিনিয়োগ! মঙ্গলবার বিকেলে কীসের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘আমি আমার সেই সকল সহকর্মীদের সাথে রাস্তায় থাকব, আন্দোলনের পথে, অন্যায়ের সাথে আপোষ করতে শিখিনি, করবোও না।’

এদিকে অধীর চৌধুরী প্রদেশ সভাপতি পদ ছেড়েছেন বলে খবর। এ নিয়ে তিনি জানান যে, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম মীর সোমবার দিল্লিতে এআইসিসির বৈঠকে তাঁকে প্রাক্তন প্রদেশ সভাপতি বলে অভিহিত করেছিলেন। সেখানেই গুলাম মীর তাঁকে প্রাক্তন সভাপতি বলে সম্বোধন করেন। যা নিয়ে মীরের নাম না করেই অধীর তোপ দাগেন। মীর পশ্চিমবঙ্গকে আদৌ কতটা চেনেন তা নিয়ে প্রশ্ন তোলেন।